মোঃ রেজাউল হক শাকিল।।
বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা, বাঙালির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্পর্শ পাওয়া সেই চেয়ার আজও সংরক্ষিত আছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সিদলাই গ্রামে। বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাসার স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান ওই এলাকার বঙ্গবন্ধুপ্রেমীরা।
জানা গেছে, পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা যা তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা ও পরবর্তীকালের স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল, যা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। বঙ্গবন্ধু ওই মামলার বিষয়ে আগরতলা থেকে ফিরে তৎকালীন বুড়িচং থানা আওয়ামী লীগের সভাপতি ব্রাহ্মণপাড়ার সিদলাই এলাকার শামসুদ্দিন আহমেদের বাড়িতে অবস্থান নেন।সেসময় তিনি এখানে তিন দিন দুই রাত অবস্থান করেন। সে সময় বঙ্গবন্ধুর ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র ও বঙ্গবন্ধুর স্পর্শ পাওয়া সেই চেয়ার আজও অক্ষতভাবে সংরক্ষণ করে রেখেছেন ওই বাড়ির বঙ্গবন্ধুপ্রেমীরা।