শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥
দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে ব্যাপক মোটর শোভাযাত্র ও আনন্দ উদ্দীপনের মধ্য দিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন সফিউল বাসার সুমন।
মনোয়নপত্র জমা শেষে চেয়ারম্যান প্রার্থী বলেন চেয়ারম্যান প্রার্থী সফিউল বাসার সুমন বলেন,
জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। নির্বাচনি প্রচার-প্রচারণা করতে গিয়ে ইনশাআল্লাহ ইউনিয়নবাসীর অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত ভাবে আন্তরিকতা দেখে তাদের দাবীর প্রেক্ষিতে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।