1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
লাকসামে মামলা তোলার হুমকি ও প্রতারণার অভিযোগে বাদীর সংবাদ সম্মেলন - Dainik Cumilla
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না- কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী কুমিল্লার সাংবাদিক রুবেল মজুমদার নির্বাচিত হলেন প্রচার সম্পাদক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল ৭ই নভেম্বর-ড.মারুফ হোসেন শ্রীফলিয়া আইডিয়াল একাডেমির মতবিনিময় সভা ও ভর্তি কার্যক্রম উদ্বোধন কুমিল্লা মহানগরী জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হাজী ইয়াছিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া শিক্ষক আহত: কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধে দীর্ঘ যানজট, সেনা হস্তক্ষেপে স্বাভাবিক কুমিল্লায় বিএনপির মনোনয়নবঞ্চিত ইয়াছিনের অনুসারীদের গণ-ইফতার

লাকসামে মামলা তোলার হুমকি ও প্রতারণার অভিযোগে বাদীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

লাকসামে মামলা তোলার কথা বলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে প্রতারণার মাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাদী আবদুর রহিম।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় লাকসাম চাঁদপুর রেলগেটস্থ মেজ্জন হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি জানান, যুবদল, তাতীদল ও জাসাসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে করা মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আদালতে দায়ের করা মামলার আসামি উপজেলা যুবদলের সদস্য কামরুজ্জামান সবুজ, উপজেলা তাতীদলের সভাপতি মোঃ ইউনুস মিয়া ও পৌরসভা জাসাস সভাপতি মোঃ আবু বক্কর সুমনসহ সবাই নির্দোষ।

তিনি অভিযোগ করেন, এর আগেই বহিস্কৃত যুবদল নেতা মোঃ সফিউল্যাহর বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় তিনি থানায় মামলা করেছিলেন। ওই মামলা তুলে নিতে সফিউল্যা ও তার অনুসারীরা ভয়ভীতি, প্রাণনাশের হুমকি ও প্রতারণার আশ্রয় নিয়ে তাকে দিয়ে গত ২৫ আগস্ট কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা করান।
প্রসঙ্গত, গত ৪ মার্চ সকালে লাকসাম বাইপাস বাংগড্ডা সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে সিএনজি চালক আবদুর রহিমকে জোরপূর্বক তুলে নিয়ে হাউজিং এস্টেট এলাকায় প্রধান আসামি সফিউল্যা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় লাকসাম থানায় মামলা হয় এবং গত ২৬ জুলাই সফিউল্যাহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান।

জামিনে বের হয়ে সফিউল্যা গত ২০ আগস্ট এক মানববন্ধনে যুবদল নেতা কামরুজ্জামান সবুজ, তাতীদল সভাপতি মোঃ ইউনুস মিয়া ও জাসাস সভাপতি মোঃ আবু বক্কর সুমনের বিরুদ্ধে বিষোদগার করেন। এর প্রতিবাদে ওইদিনই স্থানীয় যুবদল, তাতীদল ও জাসাস নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত যুবদল নেতা কামরুজ্জামান সবুজ, তাতীদল সভাপতি ইউনুস মিয়া ও জাসাস সভাপতি আবু বক্কর সুমন জানান, “সফিউল্যার অপকর্ম ঢাকতে আমাদেরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আজ বাদী নিজেই সংবাদ সম্মেলনে তা স্বীকার করেছেন।” তারা প্রশাসনের প্রতি সফিউল্যার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD