ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় গত ১ থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে দুইজন চোরাকারবারিসহ ১ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৮০ টাকার ভারতীয় অবৈধ মাদক ও পণ্য জব্দ করেছে।
অভিযান চালানো হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা, মঈনপুর, খাদলা, মাদলা ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লার সালদানদী, শশীদল, সংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপির সীমান্ত এলাকায়।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, মেহেদি, মোবাইল ফোন, গরু, প্রসাধনী, সাবান, চকলেট, বাসমতি চাল, মোবাইল ডিসপ্লে, আতশবাজি, রেডবুল এনার্জি ড্রিংকসহ নানা ধরনের পণ্য। এছাড়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে গাঁজা, হুইস্কি, বিয়ার, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ।
আটক দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. বিল্লাল হোসেন (৪০) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চরপায়তলা গ্রামের মরন আলীর মেয়ে শ্যামলী আক্তার (৩৫)। তাদের যথাক্রমে কসবা ও বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।