চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মোল্লা বাড়ীর কৃতিসন্তান ইঞ্জিনিয়ার রায়হান মোল্লার দুর্ঘটনা পরবর্তী শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সাখাওয়াত হোসেন শামীমের নেতৃত্বে যুব বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ।
শুক্রবার (০৮ আগস্ট) বিকালে ছাতিয়ানী গ্রামের মোল্লা বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ইসরাফিল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাঈদুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সাইফ উদ্দিন মজুমদার, অর্থ-সম্পাদক কামরুল হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক ইফতেখার ইসলাম মেশকাত, সমাজসেবা সম্পাদক শামীমুল ইসলাম, ঢাকাস্থ মুন্সীরহাট ফাউন্ডেশনের সেক্রেটারি আহসান উল্লাহ মোল্লা, ৩নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীন পন্ডিত, ৪নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি আবদুল কাইউম পাটোয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।