1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ইঞ্জিনচালিত নৌকা - Dainik Cumilla
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
চান্দিনায় ব্যবসায়ী হত্যাকান্ডের রহস্য উদঘাটন: গ্রেফতার-৩ কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি সাদিক মামুন, সম্পাদক আতিক , সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু  কুমিল্লায় সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ বাঁশের খাঁচা বিক্রি করে চলছে সংসারের চাকা,একে একে দিয়েছেন ৫ ছেলে মেয়ের বিয়ে। কুমিল্লায় ১১ জুলাইকে ‘গণঅভ্যুত্থান প্রতিরোধ দিবস’ ঘোষণা করলেন -মন্ত্রী আসিফ মাহমুদ ব্রাহ্মণপাড়ায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রশাসনের অভিযান বিতর্কিত মামলা বাণিজ্যে অভিযুক্ত ছাত্রনেতার আমন্ত্রণে কুবিতে উপদেষ্টা আসিফ ,জানে না প্রশাসন নাঙ্গলকোটের ঢালুয়ায় বাজার পাঠাই ডট কম এর শুভ উদ্বোধন কুমিল্লায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ইঞ্জিনচালিত নৌকা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৯৭৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাব্যতা হারানো খালে এখন আর তেমন দেখা মেলে না ইঞ্জিনচালিত নৌকার ব্যবহার। একসময় গ্রাম অঞ্চলে মানুষ ইট, বালু, পাট, ধান, গম কেনাবেচা করতে পরিবহনের জন্য বর্ষা মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি নিত। বর্ষায় যখন খালে বিলে পনি থই থই করত তখনই মানুষ ইটের ভাটা থেকে ইট ও বিভিন্ন বালু মহাল থেকে বালু ইঞ্জিনের নৌকায় করে আনতেন। এ ছাড়া হাটবাজারে থেকে ক্রয় বিক্রয়কৃত কৃষিপণ্য হাটবাজারে আনা নেওয়ার ক্ষেত্রেও পাইকারদের ইঞ্জিনের নৌকাই ছিল একমাত্র ভরসা।

এখন আর আগের মতো খালে বিলে পানি না হওয়ায় ও স্থল পথে যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় কালের বিবর্তনে এসব ইঞ্জিনচালিত নৌকার ব্যবহার প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন গ্রাম অঞ্চলে খালে বিলে ইঞ্জিনের নৌকায় করে মালামাল পরিবহন করতে খুব একটা দেখা যায় না। সম্প্রতি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর পূর্বপাড়া এলাকায় চোখে পড়ে ইটবোঝাই একটি ইঞ্জিনের নৌকা থেকে কয়েকজন শ্রমিকের ইট নামানো দৃশ্য।

ফুলের গালিচা বিছানো মাধনগর ডিগ্রি কলেজ ক্যাম্পাস
কথা হয় তাদের সঙ্গে। তারা বলেন, আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি ইটের ভাটা থেকে এই এলাকায় ইট নিয়ে এসেছি। তিন হাজার ইট নৌকা থেকে নামানো হয়েছে। আরও তিন হাজার ইট নৌকাতে আছে। সব ইট নামানো হলে আমরা আবার ওই ইটের ভাটায় ফিরে যাব।

ইটের ক্রেতা ওসমান গণি বলেন, আমরা ছোটবেলায় আমাদের এলাকার বিভিন্ন লোকজনকে দেখেছি বর্ষা মৌসুমে ইঞ্জিনের নৌকায় করে ইট বালু আনত। আমার বাবাও আমাদের ঘর নির্মাণের সময় এসব নৌকা দিয়ে ইট, বালু, রড, সিমেন্ট ও কাঠ সংগ্রহ করেছিলেন। আমি আমার বাড়ি নির্মাণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি ইটের ভাটা থেকে ইট ক্রয় করেছি। এসব ইট সেখান থেকে এই ইঞ্জিনের নৌকায় করে আমার বাড়ি পর্যন্ত আনা হয়েছে। এ নৌকাতে একবার ছয় হাজার ইটবোঝাই করে আনা হয়েছে, যা পিকআপ ভ্যানে করে আনা সম্ভব হতো না। এতে আমার একদিকে পরিবহন খরচ অনেক কম লেগেছে এবং সময়ও বেঁচে গেছে। আমার প্রতি হাজার ইট ১৫ হাজার টাকা করে কেনা ও বাড়িতে পৌঁছানো পর্যন্ত ১৬ হাজার টাকা খরচ পড়েছে। আমার ৩০ হাজার ইট এই ইঞ্জিনের নৌকায় করেই ইটের ভাটার মালিক বাড়িতে পৌঁছে দিয়েছেন।

ওই এলাকার ৭০ বছরের বৃদ্ধা ফুল মিয়া বলেন, এখন আর আগের মতো খালে বিলে পানি হয় না। খালগুলোও সংস্কারের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে। ছোট বড় কোকো নৌকাই এখন তেমন একটা চলাচল করে না। তা ছাড়া প্রত্যেক বাড়িতে ব্রিজ কালভার্ট হয়েছে। এসব ব্রিজ কালভার্টের জন্য নৌকা চলাচল করতে পারে না। বর্তমান সময়ে মানুষ তাদের প্রয়োজনীয় মালামাল পিকআপ ভ্যান, আর না হয় ট্রাক্টরে করে আনা নেওয়া করে। এসব কিছুর কারণে এখন সব ধরনের নৌকার ব্যবহার প্রায় বিলুপ্ত হয়ে গেছে।

দুলালপুর বাজারের ব্যবসায়ী মফিজুল ইসলাম বলেন, আমরা যখন নৌকায় করে মালামাল আনা নেওয়া করতাম তখন আমাদের পরিবহন খরচ কম লাগত লাভ বেশি হতো। এখন পিকআপ ভ্যানে করে দোকানের মালামাল পরিবহনের কারণে খরচ বেশি হয়। এতে অনেক সময় লোকসান গুনতে হয়।

ধান, গম ও পাট ব্যবসায়ী শাহ আলম বলেন, আমরা এলাকার কৃষকদের কাছ থেকে পাট, ধান, গম কিনে তা সংরক্ষণ করে রাখতাম। বর্ষাকালে তা ইঞ্জিনের নৌকায় করে বড় বড় পাইকারদের কাছে নিয়ে বিক্রি করতাম। এখন কালের বিবর্তনে নৌকার প্রচলন নেই বললেই চলে। তাই ট্রাক্টর ও পিকআপ ভ্যানে করে এগুলো পরিবহন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD