1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
জালিবেতের মার ও গরম পানি ঢেলে দেয়ার অত্যাচার সইতে না পেরে দোতলা থেকে ঝাপ দিয়ে আত্ম রক্ষা - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত

জালিবেতের মার ও গরম পানি ঢেলে দেয়ার অত্যাচার সইতে না পেরে দোতলা থেকে ঝাপ দিয়ে আত্ম রক্ষা

  • প্রকাশিতঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিনের মধ্যযোগীয় বর্বরোচিত অত্যাচারের

শিকার গৃহপরিচারিকা সুমাইয়া আক্তার(১২)। তাকে জালিবেত দিয়ে মারধর করে গায়ে গরম পানি দিয়ে ঝলছে দিয়েছে । মেয়েটি দোতলা থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন। মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ৮ টায় কুমিল্লা নগরীর ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন পূর্ব দৌলতপুর এলাকার এস আর টি প্যালেস বাসায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত ১ টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আহমেদ সনজুর মোর্শেদ।

স্থানীয় এলাকাবাসী ৯৯৯ এ কল করলে পুলিশ দগ্ধ ওই গৃহ পরিচারিকাকে উদ্ধার করে। বর্তমানে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাখা হয়েছে । মেয়েটির বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামে।

ভিডিও বক্তব্যে সুমাইয়া আক্তার (১২) জানান,আবু তাহেরের মেয়ে ফাহমিদা তিমুর ঢাকার বাসা ও আবু তাহেরের কুমিল্লার বাসায় সে চার বছর ধরে কাজ করছে। কাজে দেরি হলে তাহেরের স্ত্রী ও মেয়ে ফাহমিদা তাহের তিমু জালি বেত দিয়ে মারধর করে,খুনতি দিয়ে মারে এবং গরম পানি ঢালে। সোমবার গরম পানি ঢেলে পা ঝলসে দেয়। আজ মঙ্গলবারও মারের পর গরম পানি ঢালতে চাইলে দোতলা থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর ভয়ে । বাসার পাশেই মেয়েদের হোস্টেলে গিয়ে আশ্রয় নেয় তাহমিনা ।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের হোস্টেলের এক মেয়ে জানায় ,আমরা উপরে চিৎকার চেচামেচি শুনি। পরে দেখি ছোট একটি মেয়ে আমাদের রুমে প্রবেশ করে আশ্রয় চায়। তার পা ঝলসানো। পরে আমরা পুলিশে জানাই। আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিন মেয়েকে আটকে রাখতে চেয়েছেন। স্থানীয় এলাকার লোকজনের বাধায় সেটি করতে পারেনি।

ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের বলেন, মেয়েটি আমাদের আত্মীয়ের মধ্যে।আমার মেয়ের শশুর বাড়ি দেবিদ্বারে সেখানে মেয়েটির বাড়ি। আমি ও আমার স্ত্রী খুব অসুস্থ। কিছুদিন আগে আইসিইউতে ছিলাম। আজ আমি বাইরে ছিলাম। আমার স্ত্রী জানিয়েছেন তাকে মারধর করেনি। সে পাপোষে পা পিছলে পড়ে পায়ে একটু গরম পানি পড়েছে। বাসার পাশের হোস্টেলের একটি মেয়ে বিষয়টিকে বড় করেছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, মেয়েটির পা ঝলসে গেছে। বিষয়টি আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। এখনো কোন মামলা হয়নি। তবে অভিযুক্ত মহিলা তাহমিনা তুহিনকে আটক করে করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD