শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিদর্শনে আসেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব,) সুমন।
শনিবার(২২ এপ্রিল)সকালে উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাবার বিতরণ করেন এবং চিকিৎসারত রোগীদের খোঁজখবর নেন। এসময় সেবা নিয়ে রোগীরা তাদের সন্তুষ্টির কথা জানান,মোহাম্মদ আলী সুমনকে৷
খাবার বিতরণ শেষে হাপাতালে কর্মরত ডাক্তার নার্স ও স্থানীয় সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সটি রোগীদের উন্নত সেবা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে, এখানে চিকিৎসা নেওয়া সকল রোগীদের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।
তিনি আরো বলেন,সারা দেশের মধ্যে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সটি একাধিকবার স্বাস্থ্য সেবার জন্য সেরা নির্বাচিত হয়েছে। এখানকার চিকিৎসকরা অনেক আন্তরিক। তারা রোগীদের সেবায় সব সময় আন্তরিকতা নিয়ে কাজ করেন। আজ ঈদের দিনেও এখানকার চিকিৎসকরা রোগীদের সেবায় নিজেদের সমানভাবে নিয়োজিত রেখেছে।
এ সময় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে আরো উপস্থিত ছিলেন গৌরীপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিবসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।