1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় দোকানে মিলল টিসিবির ১৪৪২ লিটার তেল মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা টিকটকে চোরাই স্বর্ণ পরে স্ত্রীর অভিনয়: স্বামী গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় ৭৫০ কৃষক পেল আমন প্রণোদনা যানজট নিরসনে মানবিক কুমিল্লার স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু কুমিল্লায় জমির বিরোধ নিয়ে ২ লাখ টাকা চুক্তিতে প্রবাসীর স্ত্রীকে হত্যা কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নি’হ’ত, আহত ২ কুমিল্লার বুড়িচংয়ে মুদিদোকানে অভিযানে টিসিবির ১ হাজার ৪৪২ লিটার তেল জব্দ

ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩ বার পঠিত

ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার দুলালপুর সুরুজ মিয়া অ্যান্ড খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. লোকমান হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূঁইয়া এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মো. বদিউজ্জামান জামাল। সূচনা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রহমান তালুকদার।

সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় ইউপি সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বাল্যবিবাহ, মাদকাসক্তি, কিশোর গ্যাং এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবার, বিদ্যালয় ও সমাজকে একযোগে সচেতন ও সক্রিয় হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মো. বদিউজ্জামান জামাল বলেন, “নবীন প্রজন্মকে নিরাপদ রাখতে হলে শিক্ষার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ শেখাতে হবে। শিশুদের মধ্যে সচেতনতা বাড়াতে পরিবার এবং বিদ্যালয়ের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি।”
ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূঁইয়া বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি বন্ধ করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণকে একসাথে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদ পর্যায়ে আমরা নিয়মিতভাবে এসব বিষয়ে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিক শিক্ষা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে শিক্ষিত করে তুলতে হবে। বাল্যবিবাহ একটি ভয়াবহ সামাজিক সমস্যা, যা একজন কিশোরীর শারীরিক, মানসিক ও শিক্ষাজীবনকে বাধাগ্রস্ত করে। এটি রোধে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আজকের বৃক্ষরোপণ কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি একটি প্রতিজ্ঞা—সবুজ ও টেকসই ভবিষ্যতের জন্য। শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও তা লালনের অভ্যাস গড়ে তুলতে হবে।” শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই আগামীর নেতৃত্ব। সমাজকে সুন্দর রাখতে তোমাদের সচেতন, আত্মনিয়ন্ত্রিত ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
আলোচনা সভা শেষে বিদ্যালয় মাঠের পাশে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন ইউএনও মাহমুদা জাহানসহ অতিথিবৃন্দ। পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে গাছপালার প্রতি ভালোবাসা সৃষ্টি করতেই এই উদ্যোগ নেওয়া হয়।

পরে অনুষ্ঠানের সভাপতি মো. লোকমান হোসেন ভূঁইয়া তাঁর বক্তব্যের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
তিনি বলেন, “আমরা চাই আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু মেধায় নয়, নৈতিকতা ও সামাজিক সচেতনতার ক্ষেত্রেও অনন্য হয়ে উঠুক। আজকের এই আয়োজন তাদের সেই পথেই উদ্বুদ্ধ করবে। এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD