1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
র‍্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার কুবি ছাত্রলীগ - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত স্বর্ণালী আভায় প্রকৃতি মাতাচ্ছে চোখজুড়ানো সোনালু ফুল

র‍্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার কুবি ছাত্রলীগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫০ বার পঠিত

কুবি প্রতিনিধি:

ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‌্যাগিং, বুলিং, টিজিং ও যৌন হয়রানির বিরুদ্ধে পদযাত্রা ও সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু করে ছাত্রলীগ। পদযাত্রা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন তারা।

এসময় কুবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। পরবর্তীতে নেতাকর্মীরা লিফলেট বিতরণসহ ক্যাম্পাসকে র‍্যাগিংমুক্ত ও শিক্ষার সুন্দর ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় ইলিয়াস হোসেন সবুজ বলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে নতুন আগত শিক্ষার্থীদের মানসিকভাবে র্যাগিং করা হয়। এছাড়া আবাসিক হল ও বিভিন্ন অনুষদে শিক্ষক থেকে শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীদের যে সেক্সুয়াল হয়রানির স্বীকার হতেরহয় এগুলোর বিরুদ্ধে ছাত্রলীগ কর্মসূচি গ্রহণ করেছে। আমরা প্রচার-প্রচারণা ও লিফলেটের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, যদি বাংলাদেশ র্যাগিং বিরোধী কঠোর অবস্থানের র্যাংকিং করা হয় সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করবে।

উপাচার্য ড. এএফএম আবদুল মঈন ছাত্রলীগের উদ্দেশ্য বলেন, ক্যাম্পাসে র্যাকিং বিরোধী কর্মসূচি, ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের সেবা দেওয়া, ক্যাম্পাস ক্লিন এবং গ্রীন রাখা এই ধরনের কাজকে মানুষ বাহবা দেই। তোমরা এই কাজেগুলো চালিয়ে যাও। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ যেমন উজ্জল হয় তেমনি আমাদের মুখও উজ্জ্বল হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদদাতা,

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD