হাবিব হাসান, ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকায় ২৫ ফেব্রুয়ারী (শনিবার) সারাদিনব্যাপী ঐতিহ্যবাহী উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ এবি সিদ্দিক।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোঃ আশরাফুল হক জর্জ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশীদ,উথুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুল হক চৌধুরী,উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম,সাবেক আনন্দমোহন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জিয়াউল হক,সাবেক উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগন, গভর্নিং বডির সম্মানিত সদস্য ও অভিভাবক মন্ডলী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃদ।
এসময় বক্তারা বলেন,খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা প্রয়োজন। স্বাস্থ্যসচেতন মানুষেরা হাজারও ব্যস্ততার মাঝেও শরীর ও মনকে চাঙ্গা করার জন্য নিয়মিত খেলাধুলা করেন। খেলাধুলা মানুষের ভেতরে একটি প্রশান্তি এনে দেয়।