শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥
যথাযোগ্য মর্যাদায় দাউদকান্দিতে উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান,ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন। এসময় উপজেলার সকল দফতরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে একে একে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,কুদ্দুস সরকার,সোহরাব হোসেন, দাউদকান্দি পৌর সভার পক্ষে পৌর মেয়র নাইম ইউসুফ সেইন,উপজেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের পক্ষে সভাপতি জি এস সুমন সরকার,শাহজান খন্দকার,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের পক্ষে সভাপতি পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. আনোয়ার হোসেন,যুগ্ম-আহবায়ক হেলাল মাহমুদ,যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন,রাসেদুল ইসলাম সরকার,মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেছা,সাধারণ সম্পাদক লায়লা হাসান,উপজেলা কৃষকলীগের পক্ষে সভাপতি শাহ আলম,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জিল্লু,যুগ্ন-সাধরন সম্পাদক মহসিন আহমেদ, মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের সভাপতি সোহেল রানা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষে রাসেল খাঁন,মোমেন খাঁন ও মহিউদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে সকালে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।