মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার প্রধান ফটক সংলগ্ন ৪০ ফুট সীমানা প্রাচীর দু’দিনের টানা বর্ষণে ভেঙে পড়েছে। বেশ কিছু জায়গার মাটি নিয়ে দেখা দিয়েছে ফাটল। এতে ফাটলের রেখা ধরা মাটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার শঙ্কা রয়েছে।
অতি বৃষ্টির ফলে ওই সীমানা প্রাচীরের গোড়া থেকে মাটি সরে গিয়ে এ ভাঙনের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার ( ২ আগস্ট ) বিকেল সাড়ে ছয়টার দিকে ব্রাহ্মণপাড়া থানার প্রধান ফটক সংলগ্ন ওই সীমানা প্রাচীরের পশ্চিমাংশের দেয়াল ধসে পড়ে খালের মধ্যে।
সরেজমিনে দেখা গেছে, ব্রাহ্মণপাড়া থানার প্রধান ফটকের পশ্চিম পাশের খালের পাড়ে স্থাপন করা ৪০ ফুট সীমানা প্রাচীর দু’দিনের টানা বৃষ্টিতে ধসে পড়েছে। সীমানা প্রাচীর সংলগ্ন অনেকখানি জায়গা নিয়ে দেখা দিয়েছে ফাটল। আর এই ফাটল ধরা মাটিও যেকোনো সময় ভেঙে বিলীন হতে পারে খালের গর্ভে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, টানা বৃষ্টির ফলে থানার সামনের খাল ঘেঁষে নির্মাণ করা ৪০ ফুট সীমানা প্রাচীর ধসে পড়েছে। খুব শিগগিরই ওই স্থানে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।