মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ভিপি সরকার জহিরুল হক মিঠুনের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুলালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যায় দুলালপুর বাজারে এসে নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি সরকার জহিরুল হক মিঠুন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভিপি সরকার জহিরুল হক মিঠুন বলেন, আপনাদের মূল্যবান ভোট যোগ্য প্রার্থীকে দেবেন। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আমি দীর্ঘদিন ধরে আপনাদের পাশে ছিলাম এবং থাকব। মানুষের সেবা করলে আল্লাহ খুশি হোন। এ উপজেলার সুবিধা বঞ্চিত অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্যেই আমি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিলে কৃতজ্ঞ থাকবো। আপনাদের ভালোবাসা পেতে এবং আপনাদেরকে ভালোবাসা দিতেই আমার এই প্রয়াস।