নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার কৃতী সন্তান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। তাঁর বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়জন উপদেষ্টাও নিয়োগ দেওয়া হয়। কামাল নাসের চৌধুরী ছাড়া অন্য পাঁচজন আগেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন।
নতুন উপদেষ্টাদের নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের ক্ষমতাবলে এসব উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
নতুন করে নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা,চৌদ্দগ্রামের কৃতী সন্তান কামাল আব্দুল নাসের চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক রেলমন্ত্রী,কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, চৌদ্দগ্রাম আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক। শুক্রবার বিকেলে কামাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা আবু তাহের, আ’লীগের কেন্দ্রীয় শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য এম তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার রাত থেকেই কামাল চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।