1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ছাত্র জনতার অভ্যুত্থানে নজরুলের গান ছিলো প্রেরণা' - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

ছাত্র জনতার অভ্যুত্থানে নজরুলের গান ছিলো প্রেরণা’

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি।।

“কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতার মাধ্যমে নিজেকে শক্তি, নির্ভীকতা এবং পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। তাঁর যে বিদ্রোহী মনোভাব ছিলো সে শুধু ইংরেজদের বিরুদ্ধে নয়। তা ছিলো সমাজের গোঁড়ামির বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষতার, সাম্যবাদের উদ্দেশ্য। কাজী নজরুল উনসত্তরের গনঅভ্যূত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেভাবে প্রেরণা যুগিয়েছেন, চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সমান তালে প্রেরণা যুগিয়েছেন।”

সোমবার (৭ অক্টোবর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটরিয়ামে আয়োজিত কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. মশিউর রহমান ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।

বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ ইমাম হাছান ও মেহেদী হাসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ রাফিউল ইসলাম ও সহযোগী অধ্যাপক রতন আলী প্রমুখ।এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অতিথিরা আরো বলেন, কাজী নজরুল শুধু অসাম্প্রদায়িক কবি ছিলেন না। তিনি রোমান্টিক কবিও ছিলেন। তিনি ৩ হাজারেরও বেশি গান রচনা করেছেন। কাজী নজরুল ইসলামের অসংখ্য স্মৃতি রয়েছে আমাদের এই কুমিল্লায়। কবির আজকের এই প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD