কলেজ প্রতিনিধি।।
“কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতার মাধ্যমে নিজেকে শক্তি, নির্ভীকতা এবং পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। তাঁর যে বিদ্রোহী মনোভাব ছিলো সে শুধু ইংরেজদের বিরুদ্ধে নয়। তা ছিলো সমাজের গোঁড়ামির বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষতার, সাম্যবাদের উদ্দেশ্য। কাজী নজরুল উনসত্তরের গনঅভ্যূত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেভাবে প্রেরণা যুগিয়েছেন, চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সমান তালে প্রেরণা যুগিয়েছেন।”
সোমবার (৭ অক্টোবর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটরিয়ামে আয়োজিত কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. মশিউর রহমান ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।
বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ ইমাম হাছান ও মেহেদী হাসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ রাফিউল ইসলাম ও সহযোগী অধ্যাপক রতন আলী প্রমুখ।এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অতিথিরা আরো বলেন, কাজী নজরুল শুধু অসাম্প্রদায়িক কবি ছিলেন না। তিনি রোমান্টিক কবিও ছিলেন। তিনি ৩ হাজারেরও বেশি গান রচনা করেছেন। কাজী নজরুল ইসলামের অসংখ্য স্মৃতি রয়েছে আমাদের এই কুমিল্লায়। কবির আজকের এই প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।