মোঃ রেজাউল হক শাকিল।।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ব্যতিক্রমী নানা উদ্যোগ গ্রহণ করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়ব অপি।
এরই অংশ হিসেবে সোমবার ( ৮ জুলাই ) বিকেলে উপজেলা পরিষদে তাঁর নিজ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত স্থায়ী আসন স্থাপন করেছেন তিনি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়ব অপি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে যাঁরা নিজেদের জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। সেদিন তাঁরা প্রাণপণে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে না পড়লে আজকে হয়তো আমরা একটি স্বাধীন বাংলাদেশে পেতাম না। এমন সাহসী ও ত্যাগী মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান জানাতেই আমার এই উদ্যোগ। আমি আমার কার্যালয়ে তাঁদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছি। এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানিত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই প্রতিদ্বন্দ্বিতায় তিনি বিপুল ভোটে বিজয়ী হন। তিনি কুমিল্লা দ. জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি সামাজিক নানা সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
আবু তৈয়ব অপি আওয়ামী পরিবারের সুযোগ্য উত্তরসূরী। এর আগে এই পরিষদে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তাঁর চাচা বর্তমান কুমিল্লা-৫ আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের। তারও আগে দায়িত্বে ছিলেন আবু তৈয়ব অপি’র বাবা আওয়ামী লীগের পরিচ্ছন্ন রাজনীতিবিদ কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মরহুম আবু তাহের।