মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের
অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ “ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলে” এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল প্রাঙ্গনে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন ৯ম শ্রেণীর ছাত্র ইউছুফ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ আল-আমিন। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুল কুদ্দুছ, ওশান হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল হাছান শরীফ, আলী আহাম্মদ মেম্বার। এসময় সহকারি শিক্ষক যথাক্রমে মাজহারুল হক, নেয়ামত উল্ল্যাহ, কেফায়েত উল্ল্যাহ, এণামুল হক, হুমায়ন কবির, ডালিম উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা সালাউদ্দিন মামুন। এ বছর এ স্কুল থেকে ১৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে।