মোঃ রেজাউল হক শাকিল।।
আলোকিত মানুষ গড়ার পূর্নভূমি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সু-নামধন্য বিদ্যাপিঠ ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে৷ ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় ১৯৪৫ সাল সালে প্রতিষ্ঠা হয়৷ প্রতিষ্ঠার ৭৯ বছরের দেশ বরেণ্য বহু আলোকিত মানুষ তাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করেছে এ বিদ্যাপিঠ থেকে৷ (১০ ফেব্রুয়ারি) শনিবার সারাদিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি এক মনোমুগ্ধকর পরিবেশের মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে৷ প্রতিষ্ঠার (৭৯) বছর প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক, বি আর ডিবি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন এর সভাপতিত্বে সদস্য সচিব সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা এর পরিচালনায় কমিটির সদস্য মোঃ মনিরুল আলম, মোঃ ফারুক আহমেদ, এনামুল হক সুমন, মোঃ আওলাদ হোসেন, মোঃ আমজাদ হোসেন ভূইয়া এর সার্বিকপরিচালনায় অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷ এসময় বক্তারা বলেন আমাদের প্রাণের বিদ্যাপিঠ ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন হচ্ছে৷ এখান থেকে আমাদের বেড়ে ওঠা, আজ যারা দেশ এবং বিদেশে নিজেদের মেধার স্বাক্ষর রেখে যাচ্ছেন তার জন্য উপস্থিত সবার এ প্রতিষ্ঠানের কাছে দায়ি৷ তাই বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন আমাদের প্রতিপাদ্য বিষয় হল দেখা হবে বন্ধু কারনে অকারনে৷ প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে সকালে ৯ টায় রেজিষ্ট্রেশন, সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রা, প্রত্যেক ব্যাচের পরিচয় পর্ব, সঙ্গীত অনুষ্ঠান, নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতি, অনুভূতি প্রকাশ, সবশেষে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ আড্ডা, কথার ঝুড়ি, গান, আর স্মৃতিচারনে সবাইযেন আবার স্কুল জিবনে ফিরে আসার অনুভূতি নিয়ে শেষ হয় কুমিল্লার উত্তর অঞ্চলের ইতিহাস, এবং ঐতিহ্যের সু- নামধন্য বিদ্যাপিঠ ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের (৭৯) বছর প্লাটিনাম জয়ন্তী৷ এসময় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷