মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রবি মৌসুমে আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ইরি-বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার ( ২৮ জানুয়ারি ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার শশীদল এলাকার কৃষি জমিতে এ চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনীর মাধ্যমে হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল ইরি-বোরো ধানের সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুজিবুর রহমান সহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।