মোঃ রেজাউল হক শাকিল।।
ব্রাহ্মণপাড়াঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং অবৈধ তফসিল বাতিল চেয়ে সারা দেশে ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে কুমিল্লা দঃ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন এর নির্দেশে শনিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় যুবদলের হরতাল পালিত হয়েছে৷ সকালে ব্রাহ্মণপাড়া সদরে অবস্থিতি ভিশন হসপিটালের সামনে থেকে হরতাল সমর্থনে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষীণ করে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়৷ হরতাল সমর্থনে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, সিনিয়র যুগ্মআহবায়ক ও জেলা যুবদলের সদস্য গোলাম কিবরিয়া অপু, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান, যুবদল নেতা মো আবুল কালাম, মোঃ সাইদুল রহমানসহ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ৷ এসময় যুবদলের নেতৃবৃন্দ ৭ তারিখের সরকারের পাতানো নির্বাচন বন্ধ করার দাবি জানায়৷ এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বাসীকে প্রহসনের নির্বাচনে ভোট বর্জনের আহবান জানানো হয়৷ সেই সাথে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তত্বাবধায়ক সরকারের অধিনে আবারো তফসিল ঘোষনা করে পূর্নরায় নির্বাচনের দাবি জানানো হয়৷ এছারা দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতাল সফল করার ঘোষণা দেন যুবদলের নেতৃবৃন্দ৷