1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় জয়িতা সম্মাননায় ভূষিত ৫ নারী - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িচংয়ে এসএসসিতে পাশের হার ৬৭.৯৫; জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০, জিপিএ ৫ পেয়েছে ৯৯০২ আজ ২টায় এসএসসি পরীক্ষার ফলাফল , যেভাবে পাবে শিক্ষার্থীরা বুড়িচং উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলের সমাপনী বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে বুড়িচং প্রেস ক্লাবের মতবিনিময় কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা মুরাদনগরে ট্রিপল মার্ডারের ৮ আসামির ৩ দিনের রিমান্ড মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরানকে পাঁচ দিনের রিমান্ডে কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থী তাসফির আত্মহত্যা, শিক্ষককে দায়ী করছে সহপাঠীরা মনোহরগঞ্জে বৃষ্টির পানিতে ডুবছে শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা

ব্রাহ্মণপাড়ায় জয়িতা সম্মাননায় ভূষিত ৫ নারী

  • প্রকাশিতঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
শনিবার ( ৯ ডিসেম্বর ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপজেলার পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন।
এতে সূচনা বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসুচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উপজেলা পর্যায়ে পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন জানান, সম্মাননা ও সার্টিফিকেট প্রাপ্তদের মধ্যে রয়েছেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ শশীদল গ্রামের বাসিন্দা মেহেরুন্নেছা স্বপ্না, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের বাসিন্দা মোসা. শিরিনা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের বাসিন্দা মোসা. জান্নাতুল ফেরদৌসী, সফল জননী হিসেবে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরীর রত্নগর্ভা মা মোসাম্মৎ আশেদা খাতুন ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দমে জীবন শুরু করা শিদলাই গ্রামের বাসিন্দা মোসা. হুল চাঁন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD