1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় জয়িতা সম্মাননায় ভূষিত ৫ নারী - Dainik Cumilla
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় দশ বছর ধরে আওয়ামী প্রভাবে বহাল তবিয়েতে গবেষণা কর্মকর্তা ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া প্রয়োজন- সৈয়দ তাহের লাকসামে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল কুমিল্লার ধর্মসাগর থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার কুমিল্লার চান্দিনায় পুরুষকে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইসলামী ফ্রন্টের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত সমর্থকদের মাঝে ব্যাপক সংঘর্ষ, হতাহত ২০ কুমিল্লা-চাঁদপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু, আহত পাঁচজন

ব্রাহ্মণপাড়ায় জয়িতা সম্মাননায় ভূষিত ৫ নারী

  • প্রকাশিতঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
শনিবার ( ৯ ডিসেম্বর ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপজেলার পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন।
এতে সূচনা বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসুচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উপজেলা পর্যায়ে পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন জানান, সম্মাননা ও সার্টিফিকেট প্রাপ্তদের মধ্যে রয়েছেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ শশীদল গ্রামের বাসিন্দা মেহেরুন্নেছা স্বপ্না, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের বাসিন্দা মোসা. শিরিনা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের বাসিন্দা মোসা. জান্নাতুল ফেরদৌসী, সফল জননী হিসেবে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরীর রত্নগর্ভা মা মোসাম্মৎ আশেদা খাতুন ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দমে জীবন শুরু করা শিদলাই গ্রামের বাসিন্দা মোসা. হুল চাঁন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD