শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দিতে দাউদকান্দি-তিতাসের অবিসংবাদিত নেতা বীর মুক্তিযোদ্ধা স্থানীয় এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.)সুবিদ আলী ভূঁইয়াকে জড়িয়ে একটি বিশেষ মহলের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে বক্তব্য দেওয়ায় সাবেক কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷
শুক্রবার(১১ আগস্ট) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা পরিবার কর্তৃক আয়োজিত সংবাদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,উপজেলা পরিষদের ভাই-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধার সন্তান তারিকুল ইসলাম নয়ন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন নেচ্ছা জেবু,মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের সভাপতি সোহেল রানা এবং বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানসহ আরো অনেকেই৷
উক্ত সংবাদ সম্মেলনে বক্তরা বলেন,বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অব.)সুবিদ আলী ভূঁইয়া এমপিকে জড়িয়ে একটি বিশেষ মহলের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেওয়ায় সাবেক কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ তাকে দল থেকে বহিস্কার করার জোর দাবী জানান এবং সারোয়ার হোসেন বাবুকে দল থেকে দ্রুত বহিস্কার না করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার ঘোষনা দেন৷ একই সাথে সাবেক যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবুকে দাউদকান্দি-তিতাস উপজেলায় অবাঞ্চিত ঘোষনা করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তনরা৷