শামীম রায়হান ॥
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর পশ্চিমপাড়া যুব সমাজ এর উদ্যোগে বিবাহীত বনাম অবিবাহীত কাবাডি খেলার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়৷
শুক্রবার(২১ জুলাই)বিকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে মোঃ আরিফুর রহমানের পৃষ্ঠপোষকতায় মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিবাহীত বনাম অবিবাহীত কাবাডি প্রতিযোগিতার এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়৷
কাবাডি খেলায় অবিবাহীত দল ৩৭-৩৬ পয়েন্টে পেয়ে বিবাহীত দলকে পরাজিত করে জয় লাভ করেন৷
সাবেক মেম্বার নেকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী অবিবাহীতদের মাঝে পুরুস্কার বিতরন করেন,দাউদকান্দি সোনালী অতিত ক্লাবের সভাপতি মোঃ কামরুল হাসান গরীব৷
উক্ত কাবাডি খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট জীতীয় ম্যারাথন ও ক্রীড়াবিদ মোঃ ছাদিম আলী,মেম্বার ইয়াছির প্রমূখ৷