শামীম রায়হান॥
কুমিল্লা জেলার উপজেলা পর্যায়ে শুদ্ধাচার পুরষ্কার ২০২৩ প্রাপ্তি হওয়ায়
অফিসার ক্লাবের উদ্যোগে ফুলেল তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসানকে৷
বুধবার(১৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান,উপজেলা কৃষি অফিসার শেখ বিপুল হোসেন,উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা,দাউদকান্দি পল্লী বিদ্যুতের ডি জি এম মোঃ আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,প্রমুখ।
কুমিল্লার জেলার উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে ১৭টি উপজেলা পর্যায়ের কার্যালয় প্রধানদের মধ্য থেকে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তি হওয়ায় অফিসার ক্লাবের উদ্যোগে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানকে ফুলেল তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়৷
মো.মহিনুল হাসান ২০১৪ সালে ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। গত ২০২২ সালের মে মাসে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দাউদকান্দিতে যোগদান করেন।
উল্লেখ্য,রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে “সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল ” শিরোনামে “শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০২১” এর আলোকে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে এ পুরস্কার প্রদান করা হয়।