শামীম রায়হান॥
বিএনপি’র সন্ত্রাসী বাহিনী কর্তৃক গত ১৪ জুন চট্টগ্রাম নগরীর জামাল খান মোরে বঙ্গবন্ধু মূর্যাল ও মুক্তিযুদ্ধের স্থিরচিত্র ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
বুধবার(২১ জুন)সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দাউদকান্দি সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন,লিয়াকত আলী,মুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন প্রমূখ৷
বক্তারা বলেন,বিএনপি’র সন্ত্রাসী বাহিনী কর্তৃক গত ১৪ জুন চট্টগ্রাম নগরীর জামাল খান মোরে বঙ্গবন্ধু মূর্যাল ও স্থিরচিত্র ভাংচুরের ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়৷ মানববন্ধন শেষে মিছিলসহ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি)মোঃ জিয়াউর রহমানের কাছে মুক্তিযোদ্ধারা স্বারকলিপি দেন৷