ব্রাহ্মণপাড়াপ্রতিনিধি:
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে নিখোঁজের দুইদিন পর ফারুক মুন্সি নামের প্রবাস ফেরত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি কবরস্থানের পাশ থেকে তার মরদেহ উদ্বার করে পুলিশ।
নিহত মো: ফারুক মুন্সি (৩৫) উপজেলার চান্দলা এলাকার মৃত খোরশেদ মুন্সির ছেলে এবং দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে নিজ এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট দুপুর থেকে ফারুক মুন্সি নিখোঁজ ছিলেন। পরে তার স্ত্রী রেহানা বেগম আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পর ব্রাহ্মণপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। শুক্রবার (৮ আগস্ট) সকালে চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি কবরস্থানের পাশে স্থানীয়রা ফারুক মুন্সির লাশ দেখতে পেয়ে পরিবারের লোক ও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার তদন্ত কর্মকর্তা টমাস বড়ুয়া জানান, ফারুক মুন্সি নিখোঁজ থাকার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। শুক্রবার সকালে লাশ পাওয়ার খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল পাঠিয়েছে এবং মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনাটি এখনও তদন্তাধীন।ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।