1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোট ডায়াবেটিস সমিতির বার্ষিক সাধারণ সভা হত্যা চাঁদাবাজি দখলদারত্বের বিরুদ্ধে কুমিল্লায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোবাশ্বের আলম ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন বিএনপি’র বিক্ষোভ চান্দিনায় ব্যবসায়ী হত্যাকান্ডের রহস্য উদঘাটন: গ্রেফতার-৩ কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি সাদিক মামুন, সম্পাদক আতিক , সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু  কুমিল্লায় সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ বাঁশের খাঁচা বিক্রি করে চলছে সংসারের চাকা,একে একে দিয়েছেন ৫ ছেলে মেয়ের বিয়ে। কুমিল্লায় ১১ জুলাইকে ‘গণঅভ্যুত্থান প্রতিরোধ দিবস’ ঘোষণা করলেন -মন্ত্রী আসিফ মাহমুদ ব্রাহ্মণপাড়ায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রশাসনের অভিযান

চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) এর সামনে সংগঠিত বর্বরোচিত হত্যাকান্ড সহ সারাদেশে খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে অবিলম্বে সুবিচার নিশ্চিতের দাবিতে ছাত্র-জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকালে চৌদ্দগ্রাম বাজারে ফ্যাসিবাদ বিরোধী সাধারণ ছাত্র-জনতার আয়োজনে এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ ছাত্র-জনতা ও ফ্যাসিবাদ বিরোধী বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিণ শেষে হায়দার শপিং কমপ্লেক্স এর সামনে এসে সমাপ্ত হয়। মিছিলটি ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত ছিল।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র-ঐক্যের নেতা মো: জাহিদ তালুকদার, সাবেক ছাত্র নেতা মো: ইফতেখার উদ্দিন মিশকাত, সৈয়দ কামরুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, গত বুধবার (০৯ জুলাই) মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর দিয়ে থেতলে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতাকর্মীদের কঠোর শাস্তির দাবিতে সারা বাংলাদেশ আজ উত্তাল। এরই ধারাবাহিকতায় চৌদ্দগ্রামের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আজকের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এ সমাবেশ থেকে আমরা আলোচিত এ হত্যাকান্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি। এছাড়াও সারাদেশে ছাত্রদল, যুবদল কর্তৃক সংগঠিত সকল খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। মিটফোর্ডের সামনের চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন বক্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD