1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সমন্বয়ক পরিচয়ে মুয়াজ্জিনকে মারধর, থানায় অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের গ্রাম প্রতিনিধি সমাবেশ কুমিল্লায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিল আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র: ডক্টর মোবারক হোসাইন

চৌদ্দগ্রামে সমন্বয়ক পরিচয়ে মুয়াজ্জিনকে মারধর, থানায় অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩২ বার পঠিত

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সমন্বয়ক পরিচয়ে স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিনকে বেধড়ক মারধর করে সাদমান সাকিব অর্ক (২৩) নামে এক যুবক। পরে স্থানীয় মুসল্লীরা ভুক্তভোগি মুয়াজ্জিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ভুক্তভোগির বাড়ী নোয়াখালি জেলার কমলনগর থানার চরমার্টিন গ্রামের বাসিন্দা। অভিযুক্ত অর্ক উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী উত্তরপাড়ার মো: আব্দুল খালেকের ছেলে। অর্ক নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (জুলাই বিপ্লব-২০২৪) এর রাজধানীর মিরপুর এলাকার সমন্বয়ক দাবী করে বলে জানা গেছে। ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটেছে একই গ্রামের উত্তরপাড়া বায়তুন নূর জামে মসজিদের ভিতরে। ঘটনার পরদিন ভুক্তভোগি মুয়াজ্জিন মো: ইমরান হোসাইন কথিত সমন্বয়ক সাদমান সাকিব অর্ক ও তার পিতা মো: আব্দুল খালেকের নামে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সমন্বয়ক পরিচয় দেওয়া যুবক ও তার পিতা এলাকা ছেড়ে আত্মগোপনে আছেন বলে জানা গেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (১৮ জুন) বুধবার বাদ মাগরিব উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী উত্তরপাড়া বায়তুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন মো: ইমরান হোসাইন স্থানীয় একজন মুসল্লির সাথে খাবার আনার বিষয় নিয়ে কথা বলার সময় আব্দুল খালেক নামে অপর একজন মুসল্লি বিনা কারণে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। গালমন্দের কারণ জানতে চাইলে আব্দুল খালেক মুয়াজ্জিনের উপর চড়াও হন এবং তাকে মারধর করতে উদ্ধত হন। পরে মুসল্লিদের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। এ সময় আব্দুল খালেক মুয়াজ্জিনকে দেখে নেওয়ার হুমকি-ধমকি দিয়ে নিজ বাড়ীর দিকে চলে যান। বিষয়টি নিয়ে রাতেই ভুক্তভোগি মুয়াজ্জিন মসজিদ কমিটির সাথে আলাপ করে এবং তাকে অযথা গালমন্দ করা সহ হেনস্থার বিষয়ে বিচার প্রার্থী হয়। ওইদিন বাদ এশা মসজিদ কমিটির সদস্য সহ মুসল্লিরা মসজিদের ভিতরে বসে মুয়াজ্জিনের সাথে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনা নিয়ে আলাপ-আলোচনা করছিলো। মসজিদে বিচার হচ্ছে এমন খবর শুনে বুধবার রাত অনুমান সাড়ে নয়টায় আব্দুল খালেক ও তার ছেলে সাদমান সাকিব অর্ক দৌড়ে এসে মসজিদের ভেতরে প্রবেশ করে এবং পুনরায় মুয়াজ্জিনকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে এবং বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে অর্ক ও তার বাবা মুসল্লিদের সামনেই মুয়াজ্জিনকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মারতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে মুসল্লিদের প্রতিবাদের মুখে হামলাকারীরা মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করে। যাওয়ার সময় মুয়াজ্জিনকে চাকুরিচ্যুত ও দেখে নেওয়ার হুমকি প্রদান করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মুয়াজ্জিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন এবং হামলাকারীদের বিচার চেয়ে পরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়ভাবে একটি দায়সারা শালিসের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে। শালিসে অভিযুক্তরা অনুপস্থিত থাকায় মসজিদ কমিটি মুয়াজ্জিনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিষয়টির সমাধান করেছে বলে জানা গেছে।

এলাকাবাসীর সাথে কথা বলে আরও জানা গেছে, গত ৫ আগস্ট এর পর থেকে নিজেকে ঢাকার সমন্বয়ক দাবী করা অভিযুক্ত সাদমান সাকিব অর্ক বিভিন্ন ফেইক আইডি ব্যবহার করে স্থানীয় কয়েকজন সম্মানিত ব্যক্তির নামে ফেসবুকে বিভিন্ন কুৎসা রটিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করা সহ সাধারণ মানুষকে ব্যাপক হয়রানি করে আসছে। এলাকাবাসী তার এমন কর্মকান্ডে বেশ অসন্তুষ্ট।

বায়তুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ মজুমদার বলেন, সামান্য একটি বিষয় নিয়ে মুয়াজ্জিনকে মারধর করার ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংশা করা হয়েছে। অভিযুক্তদের জরিমানা করা হয়েছে। মুয়াজ্জিন স্বেচ্ছায় চাকুরী ছেড়ে চলে গেছেন।

জাতীয় ইমাম-খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান, মুফতি শামীম মজুমদার জানান, মুয়াজ্জিনকে মারধর ও হেনস্থার বিষয়ে জানতে পেরেছি। ভুক্তভোগি থানায় অভিযোগ দেওয়ার পর সামাজিকভাবে বিষয়টির মীমাংশা করা হলেও বিবাদী পক্ষ ওই শালিসে উপস্থিত ছিল না। দোষীদের উপযুক্ত শাস্তি হওয়ার দরকার ছিল। আমরা ব্যাপারটি নিয়ে অসন্তুষ্ট।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আবুল কালাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংশা করা হয়েছে। মসজিদ কমিটি ওই মুয়াজ্জিনের বকেয়া বেতন পরিশোধ করে দিয়েছে। বর্তমানে তিনি চাকুরী ছেড়ে দিয়েছেন বলে জেনেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD