নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে এক নারীকে ধর্ষণের পর চুল কেটে দেওয়ার অভিযোগে শুক্রবার নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী নারী। ধর্ষণেরণের পর ভুক্তভোগী নরীর ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও জমি সংক্রান্ত কাগজপত্র লুট করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল উত্তর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ওই নারীর স্বামী ঢাকা থেকে বাড়ি ফিরে শুক্রবার থানায় মামলা করেন। মামলায় কান্দাল উত্তর পূর্বপাড়ার মৃত ছবর আলীর ছেলে ইমাম হোসেন ইমন (২৪), একই গ্রামের জাহিদুল্লাহ (২৩) ও অজ্ঞাত আরো একজনকে আসামী করা হয়। মামলার প্রধান আসামি ইমাম হোসেন ইমনকে (২৪) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল উত্তর পূর্ব পাড়া গ্রামের মৃত ছবর আলীর ছেলে ইমাম হোসেনের পরিবারের সঙ্গে দিদার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এনিয়ে গত জানুয়ারিতে দুই পক্ষে মারামারির ঘটনাও ঘটে। পরে ইমাম হোসেন ওই ধর্ষিত নারীর স্বামীসহ অন্যদের আসামি করে থানায় মামলা করেন। এরমধ্যে গত এক সপ্তাহ থেকে অজ্ঞাত এক ব্যাক্তি ফেসবুকের ফেক আইডি ব্যবহার করে ম্যাসেঞ্জার গ্রুপ থেকে ওই গৃহবধূকে ধর্ষণসহ তার স্বামীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ বৃহস্পতিবার রাত ১২টার দিকে মামলার প্রধান আসামি ইমাম হোসেনের নেতৃত্বে ৩ থেকে ৪ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই নারীর বাড়ির ভবনের ছাদের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। পরে তারা গৃহবধূর হাত-পা বেঁধে ধর্ষণ করে। জরুরি সেবা ৯৯৯ এ কল করা হলে পুলিশের একটি দল ওই গৃহবধূকে উদ্ধার করে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, এ বিষয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও একজনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।