1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নাঙ্গলকোটে অসহায় পরিবারের উপর হামলা, ভাংচুর, জিম্মি, পুলিশ গিয়ে উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় নিহত ১ উদ্বোধন করা হল লাকসামের নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের তিনটি গ্যালারি ও অন্দর মহল শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা রায়হান-সাইদুরের নেতৃত্বে ৫৩ সদস্যের কুমিল্লা বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটি ঘোষণা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন নাঙ্গলকোটে নকলের দায়ে ২০ শিক্ষক-শিক্ষার্থী বহিস্কার, ১জনের ৬ মাসের কারাদণ্ড কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বাজি আটক বুড়িচংয়ে মালবোঝাই অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল চালকের দেবিদ্বারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু আজ

নাঙ্গলকোটে অসহায় পরিবারের উপর হামলা, ভাংচুর, জিম্মি, পুলিশ গিয়ে উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩৫ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রামের মরহুম আব্দুর রশিদের ছেলে মিজানুর রহমানের (৪৪) জমি দখল করে জোর পূর্বক বিএনপি কার্যালয় ও ড্রেন নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। জমি দখল করে অফিস ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শুক্রবার দুপুরে মিজানুর রহমানের উপর হামলা চালায় অভিযুক্তরা।

এসময় তিনি পাশ্ববর্তী বাড়িতে শ্বশুরদের ঘরে গিয়ে আশ্রয় নিলে অভিযুক্তরা তাকে ওই বাড়িতে জিম্মি করে রাখে। পরে মিজানুর রহমান জীবন বাঁচাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে সহযোগীতা চাইলে নাঙ্গলকোট থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক আল আমিন সঙ্গীয় ফোর্স গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে পুলিশের উপস্থিতিতে অভিযুক্তরা তার উপর হামলা চালায়। এঘটনায় ভূক্তভোগী মিজানুর রহমান বাদী হয়ে আশারকোটা গ্রামের বিএনপি নেতা আমিনুল ইসলাম, যুবদল নেতা আবু মিয়া, বিএনপি নেতা মোহাম্মদ মুনসুর পেরিয়া ইউপি সদস্য মাহফুজুর রহমান-সহ ৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০-১২ জনের নামে নাঙ্গলকোট থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করে।

ভূক্তভোগী মিজানুর রহমান বলেন, আমার বাড়ির জায়গা জোর পূর্বক দখল করার অংশ হিসেবে বাড়ির উপর দিয়ে ড্রেন নির্মান করার জন্য নির্মান সামগ্রী নিয়ে আসে আশারকোটা গ্রামের বিএনপি নেতা আমিনুল ইসলাম (৪৫), সৈয়দ আহম্মেদ (৫৫), মোখলেছুর রহমান (৬০), যুবদল নেতা আবু মিয়া (৪০), বিএনপি নেতা মোহাম্মদ মুনসুর (৪৩), আব্দুল ওহাব (৫৫), পেরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মাহফুজুর রহমান (৪৫), তার ভাই জহিরুল ইসলাম (৪০) সহ আরো অজ্ঞাত ১০/১৫ জন। এসময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে থেকে ড্রেন নির্মানের কাজ শুরু করে। তারা আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে হুমকি দিয়ে বলে এখানে ড্রেন হবে পাশাপাশি আমাদের বিএনপি অফিস হবে। আমি আমার জায়গায় ড্রেন ও বিএনপি অফিস করতে দিবো না বলায় তারা আমাকে আক্রমণ করে, আমি কোন রকম আমার শ্বশুরদের বাড়িতে গিয়ে ঘরের দরজা লাগিয়ে বসে থাকি। সেখানে তারা আমাকে ধারালো অস্ত্রধারী লোক দিয়ে জিম্মি করে রাখে এবং আমার বাড়ির টিনের বেড়া, গেইট, ভাংচুর ও ফলজ গাছের সব ফল লুট করে নিয়ে যায়। আমি ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ আমার বাড়িতে গিয়ে আমাকে উদ্ধারের চেষ্টা কালে তারা আমাকে পুলিশের সামনে মারপিট শুরু করলে পুলিশ আমাকে রক্ষা করে ও উদ্ধার করে নিয়ে আসে।

অভিযুক্ত আমিনুল ইসলাম, আবু মিয়া, মনসুর ও মাহফুজ মেম্বার বলেন, পেরিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এ বি এম আবুল কাশেমের এখানে ১ শতক জমি রয়েছে সেই জমিতেই ড্রেন নিমার্ণের জন্য এডিবি প্রকল্প থেকে আমরা সরকারি বরাদ্ধ নিয়ে এসে ড্রেন নির্মাণ করছি, মিজান অন্যায় ভাবে বাধা দিয়েছে।

পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এ বি এম আবুল কাশেম বলেন, এখানে আমার ৬৬ শতক জমির মধ্যে বিক্রি কারার সময় সবার সুবিধার্থে ড্রেনের জন্য ১শতক জমি রেখেছি, এখন সেই জমিতে ড্রেন করতে গেলে তারা জমিটি নিজের দাবি করে বাধা দেয়।
পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট আবুল বাশার বলেন, এখানে বিএনপির কোন অফিস হওয়ার সিদ্ধান্ত নেই।

নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়া বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তাছাড়া কেউ যদি অন্যের জমি দখল করে বিএনপির অফিস স্থাপন করতে চায় তারা বিএনপির নেতাকর্মী নয়, বরং তারা দলের ক্ষতি করার জন্য এমনটি করতে পারে।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, জাতীয় জরুরী সেবায় ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD