সাফায়েত উল্লাহ মিয়াজী:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন উপহার বিতরণ অনুষ্ঠান বুধবার সকালে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সদর সভাপতি মুহাম্মদ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে কুরআন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনি।
ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সদর সেক্রেটারি নেছার উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় কুরআন উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা অর্থ সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া আজাদ, নরসিংদী জেলা সাবেক অফিস সম্পাদক মুদ্দাসসির ফাইয়াজ।
অনুষ্ঠান শেষে কুরআন উপহার বিতরণ অনুষ্ঠানে আগত সকল শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন হাতে তুলে দেন অতিথি বৃন্দ।