1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নাঙ্গলকোটে অনুমোদনহীন ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত আসন্ন ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে নেই আগের মতো ব্যস্ততা

নাঙ্গলকোটে অনুমোদনহীন ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোটে আবাসিক এলাকায় অনুমোদনহীন “বি.বি.এম” ইটভাটায় নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গুঁড়িয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস, সেনাবাহিনী নাঙ্গলকোট ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফয়সাল-সহ সেনা অফিসার ও সদস্য বৃন্দ, নাঙ্গলকোট থানা উপ পরিদর্শক মহিউদ্দিন ও হাবিবুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্স এবং লাকসাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের কোকালী গ্রামের তোঁতা মিয়া ও আলাউদ্দিন-সহ কয়েক জন মিলে কোকালী, বড়কালী, মাছুমপুর গ্রামের ফসলি জমিতে অবৈধ ভাবে গড়ে তুলে বি.বি.এম ইটভাটা। মঙ্গলবার দুপুরে ওই ইটভাটাটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চিমনি চুলা গুঁড়িয়ে দেয় এবং ফায়ার সার্ভিসের সহযোগীতায় চুলার আগুন নিভিয়ে দেয়া হয়। ইটভাটা গুড়িয়ে দেয়ার পূর্বে প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগ ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজকে অবৈধ একটি ইটভাটা আমরা ধ্বংস করলাম, ওই ভাটার চিমনি চুলা ভেঙ্গে দিয়ে তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি এবং পর্যায়ক্রমে নাঙ্গলকোট উপজেলার যে সকল অবৈধ ইটভাটা রয়েছে সবগুলো আমরা বন্ধ করে দিব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD