1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
লাকসামে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

লাকসামে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম:
কুমিল্লার লাকসামে স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের আয়োজনে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের প্রধান পৃষ্টপোষক লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সভাপতি ফয়সাল ইসলাম বাপ্পীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক ব্যক্তিত্ব রাফসান ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. আবদুল হান্নান, হেড মুহাদ্দিস মাওলানা ড. আবদুল হালিম, রাজনৈতিক ব্যক্তিত্ব শাহরিয়ার কবির রাতুল, তন্ময় ইসলাম, সাংবাদিক ফারুক আল শারাহ, সামাজিক ব্যক্তিত্ব আজিজুল হক মজুমদার সুইট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ুম অনিক।
বক্তারা বলেন, তারুণ্যের সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠার শুরু থেকেই একঝাঁক তরুণের মেধা ও বুদ্ধিমত্ত্বাকে কাজে লাগিয়ে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ছাত্র ও তরুণ সম্প্রদায়কে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে।
বক্তারা, জুলাই আন্দোলনে অর্জিত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সংসদে ১০% ছাত্র-তরুণদের প্রতিনিধিত্ব রাখার উপর গুরুত্বারোপ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD