1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আনন্দ উল্লাসে ভিক্টোরিয়ানদের শিক্ষার্থীদের একদিন - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

আনন্দ উল্লাসে ভিক্টোরিয়ানদের শিক্ষার্থীদের একদিন

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পঠিত

 

 

কলেজ প্রতিনিধি।।

জামবাড়ি। কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি গ্রাম। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। হয়ে উঠেছে পর্যটন এলাকা। এ গ্রামটি কুমিল্লা শহরসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে চড়ুইভাতি ও খেলাধুলার জন্য বেশ আকর্ষণী।

 

রোববার সকাল থেকে জামবাড়ি খেলার মাঠে ছিল উৎসবের আমেজ। দিনব্যাপী মাতিয়ে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থীরা। এ আয়োজন করে কলেজের ডিগ্রি উন্নয়ন পরিষদ।

 

দেখা যায়, সকালের নাশতা পর থেকে শিক্ষার্থীদের কেউ ব্যস্ত গান-বাজনায়, কেউ ব্যস্ত খেলাধুলয়, কেউ ব্যস্ত ছবি তোলায়, আবার কেউ ব্যস্ত রান্নাবান্নায়।
শিক্ষার্থীদের এ আয়োজন যেন এক উৎসবের গ্রামে পরিণত হয়েছিল জামবাড়ি। পরে দুপুরে খাবার ও কয়েকটি খেলাধুলার মধ্যদিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।
শিক্ষার্থীদের রুমি আক্তার ও সোলাইমান বাদশা বলেন, সারা দিন আমরা অনেক আনন্দে ছিলাম। ভালো কেটেছে দিনটা। এদিন সব শিক্ষার্থীদের মাঝে সবসময় আসুক।

 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি উন্নয়ন পরিষদের সভাপতি মেহেদী হাসাহ রিয়াজ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন নাইম। আয়োজকদের মধ্যে অন্যতম দু’জনে। তার বলেন, ডিগ্রি উন্নয়ন পরিষদ কাজ করে কলেজের ডিগ্রির শিক্ষার্থীদের উন্নয়নে। আমার সবসময় চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশে থাকতে। ডিগ্রি শাখার শিক্ষার্থীদের অনুরোধের ও সবার সম্মিলিত প্রচেষ্টায় এই উৎসের আয়োজন হয়েছে।

 

শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সামিল হয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষিকারাও। আয়োজন দেখে মুগ্ধ তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিতেন্দ্রনাথ তরফদার, মো. ফারুক আহামেদ, ফরিদা আহামেদ, মুজাম্মেল হক, মাহামুদা আক্তার। আয়োজক ও এ অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান সবাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD