1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আনন্দ উল্লাসে ভিক্টোরিয়ানদের শিক্ষার্থীদের একদিন - Dainik Cumilla
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
চার দপ্তরের দায়িত্ব এক কাঁধে, সেবায় অনন্য ইউএনও নু এমং মারমা মং বিজিবির বিশেষ অভিযানে পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ, ২ জন আটক সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে দেবীদ্বারে মানববন্ধন বাগমারা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাকগণের সাথে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে ইয়াবা সহ মাদক কারবারি বুস্টার সোলেমান আটক কুমিল্লায় ৫৬ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন কুমিল্লায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী দাউদকান্দির গণমাধ্যম কর্মীদের স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচনের জন্যই ১৭ বছর লড়াই করেছেন তারেক রহমান: ব্যারিস্টার মামুন

আনন্দ উল্লাসে ভিক্টোরিয়ানদের শিক্ষার্থীদের একদিন

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

 

 

কলেজ প্রতিনিধি।।

জামবাড়ি। কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি গ্রাম। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। হয়ে উঠেছে পর্যটন এলাকা। এ গ্রামটি কুমিল্লা শহরসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে চড়ুইভাতি ও খেলাধুলার জন্য বেশ আকর্ষণী।

 

রোববার সকাল থেকে জামবাড়ি খেলার মাঠে ছিল উৎসবের আমেজ। দিনব্যাপী মাতিয়ে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থীরা। এ আয়োজন করে কলেজের ডিগ্রি উন্নয়ন পরিষদ।

 

দেখা যায়, সকালের নাশতা পর থেকে শিক্ষার্থীদের কেউ ব্যস্ত গান-বাজনায়, কেউ ব্যস্ত খেলাধুলয়, কেউ ব্যস্ত ছবি তোলায়, আবার কেউ ব্যস্ত রান্নাবান্নায়।
শিক্ষার্থীদের এ আয়োজন যেন এক উৎসবের গ্রামে পরিণত হয়েছিল জামবাড়ি। পরে দুপুরে খাবার ও কয়েকটি খেলাধুলার মধ্যদিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।
শিক্ষার্থীদের রুমি আক্তার ও সোলাইমান বাদশা বলেন, সারা দিন আমরা অনেক আনন্দে ছিলাম। ভালো কেটেছে দিনটা। এদিন সব শিক্ষার্থীদের মাঝে সবসময় আসুক।

 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি উন্নয়ন পরিষদের সভাপতি মেহেদী হাসাহ রিয়াজ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন নাইম। আয়োজকদের মধ্যে অন্যতম দু’জনে। তার বলেন, ডিগ্রি উন্নয়ন পরিষদ কাজ করে কলেজের ডিগ্রির শিক্ষার্থীদের উন্নয়নে। আমার সবসময় চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশে থাকতে। ডিগ্রি শাখার শিক্ষার্থীদের অনুরোধের ও সবার সম্মিলিত প্রচেষ্টায় এই উৎসের আয়োজন হয়েছে।

 

শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সামিল হয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষিকারাও। আয়োজন দেখে মুগ্ধ তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিতেন্দ্রনাথ তরফদার, মো. ফারুক আহামেদ, ফরিদা আহামেদ, মুজাম্মেল হক, মাহামুদা আক্তার। আয়োজক ও এ অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান সবাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD