মো: ওমর ফারুক মুন্সী :
ফুলে ফুলে সজ্জিত গাড়ি। গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে মঞ্চ থেকে নেওয়া হয় গাড়িতে। এভাবেই দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক ও দুই কর্মচারীর রাজসিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় শিক্ষার্থীরা গাড়ির দুই পাশে দাঁড়িয়ে করতালির দিয়ে অভিবাদন জানান। পরে ফুল সজ্জিত গাড়িতে প্রিয় স্যারদের স্কুল থেকে বাড়ি পৌঁছে দেন তাঁরা। এর আগে বিদ্যালয়ের স্কাউট দল গার্ড অব অনার প্রদান করেন।
বৃহস্পতিবার (২জানুয়ারি) দুপুরে তাদের এ সংবর্ধনা দেয় শিক্ষক কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বিদায় বেলার এমন আয়োজনে আবেগ-আপ্লুত হয়ে চোখের পানি ফেলেন বিদায়ী দুই শিক্ষক। বিদায়ী শিক্ষকরা হলেন, সহকারী প্রধান শিক্ষক মো. আবদুস সবুর ও সহকারী শিক্ষক মো. জামাল মোহাম্মদ কবীর।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.আবদুস সবুর ও সহকারী শিক্ষক মো. জামাল মোহাম্মদ কবীর ১৯৯২ সালে স্কুলে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছর পর দুই গুণী শিক্ষিকা দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষিকাদের বিদায় জানাতে শিক্ষার্থীরা এসব আয়োজন করে। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে গর্ববোধ করেন তাঁরা । বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার।
সহকারী শিক্ষক মো.অলিউল্লাহ খানের সঞ্চলনায় স্মৃতিমূলক বক্তব্য রাখেন,বিদায়ী শিক্ষক মো.আবদুস সবুর ও সহকারী শিক্ষক মো. জামাল মোহাম্মদ কবীর, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, মো. তমিজ উদ্দিন, মো. জাকির হোসেন, আবদুল্লাহ আল মামুন সাগর, ডা. মো. আল আমিন, সাইফুল ইসলাম প্রমুখ।