ছবির ক্যাপশন-
নাথেরপেটুয়ায় জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।
নিজস্ব প্রতিবেদক, লাকসাম (কুমিল্লা) :
“তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না” পবিত্র কোরআনের এ আয়াতকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় জামায়াতের কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
জুম্মাবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিনয়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ৫নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লাকসাম পৌরসভা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন একটি নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর কাছে প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। ইসলামী আন্দোলনের জন্য ভালো সময় বা খারাপ বলতে কিছু নেই। ইসলামী আন্দোলনের কর্মীদের সবসময় দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে। জামায়াতের কর্মীদের কাল কেয়ামতের দিন আল্লাহর দরবারে প্রকৃত ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দেয়ার উপযুক্ততা অর্জন করতে হবে। আমরা যেন আল্লাহর দরবারে পাকড়াও না হই।
তিনি বলেন, রাসুল সা.এর আদর্শ অনুসরণ করে- যারা আমাদের ক্ষতি করেছে, গালাগাল দিয়েছে তাদের সাথে উত্তম আচরণের মাধ্যমে ইসলামী আন্দোলনের দিকে তাদেরকে আহবান জানাবো।
রাসূল সা. বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফের-মুশরিকদের জন্য জান্নাত।
তাই তাগুদকে অস্বীকার করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সকলকে নিরলসভাবে কাজ করতে হবে।
সম্মেলনের প্রধান বক্তা মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নুরুন্নবী বলেন, মানবরূপি কিছু মানুষ ওয়াজ মাহফিল ও ইসলামী আলোচনা সভায় বাধা দিয়ে, মানুষের উপর জুলুম করে তারা নিজেরাই জাতির মন থেকে মুছে গেছে। এখন আমাদের কর্তব্য হলো মানুষের দ্বারে দ্বারে দ্বীনি আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে। নচেৎ আরেকটি দল এসে আবারও ওয়াজ-মাহফিলের মঞ্চ বন্ধ করে দিবে। তাই সকলকে ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে।
ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা নোমান শরীফের সভাপতিত্বে ও মাওলানা হারুনুর রশিদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা মোশারফ হোসেন, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গোফরান ভুইয়া, কুমিল্লা জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক প্রবাসী আরিফুল ইসলাম পরশ, মাওলানা আব্দুল ওহাব, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।
পরে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
ছবির ক্যাপশন-
নাথেরপেটুয়ায় জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।