1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় জামায়াতের কর্মী সম্মেলন - Dainik Cumilla
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ৫৬ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন কুমিল্লায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী দাউদকান্দির গণমাধ্যম কর্মীদের স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচনের জন্যই ১৭ বছর লড়াই করেছেন তারেক রহমান: ব্যারিস্টার মামুন নাঙ্গলকোটের মাহিনী বাজার ও কুকুরীখিল গ্রামে অস্ত্রের মহড়া, ৬ বাড়ি, গাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর চৌদ্দগ্রামে দুর্ঘটনাজনিত অসুস্থ কর্মীর খোঁজখবর নেন জামায়াত নেতৃবৃন্দ অপপ্রচার রুখতে মুরাদনগর এনপিপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে কুবি সাংবাদিকদের প্রশিক্ষণ বুড়িচংয়ে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান শুরু: জনগণের সহযোগিতা চাইলেন ইউএনও

মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় জামায়াতের কর্মী সম্মেলন

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

ছবির ক্যাপশন-

নাথেরপেটুয়ায় জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।

নিজস্ব প্রতিবেদক, লাকসাম (কুমিল্লা) :

“তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না” পবিত্র কোরআনের এ আয়াতকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় জামায়াতের কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
জুম্মাবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিনয়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ৫নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লাকসাম পৌরসভা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন একটি নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর কাছে প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। ইসলামী আন্দোলনের জন্য ভালো সময় বা খারাপ বলতে কিছু নেই। ইসলামী আন্দোলনের কর্মীদের সবসময় দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে। জামায়াতের কর্মীদের কাল কেয়ামতের দিন আল্লাহর দরবারে প্রকৃত ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দেয়ার উপযুক্ততা অর্জন করতে হবে। আমরা যেন আল্লাহর দরবারে পাকড়াও না হই।
তিনি বলেন, রাসুল সা.এর আদর্শ অনুসরণ করে- যারা আমাদের ক্ষতি করেছে, গালাগাল দিয়েছে তাদের সাথে উত্তম আচরণের মাধ্যমে ইসলামী আন্দোলনের দিকে তাদেরকে আহবান জানাবো।
রাসূল সা. বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফের-মুশরিকদের জন্য জান্নাত।
তাই তাগুদকে অস্বীকার করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সকলকে নিরলসভাবে কাজ করতে হবে।

সম্মেলনের প্রধান বক্তা মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নুরুন্নবী বলেন, মানবরূপি কিছু মানুষ ওয়াজ মাহফিল ও ইসলামী আলোচনা সভায় বাধা দিয়ে, মানুষের উপর জুলুম করে তারা নিজেরাই জাতির মন থেকে মুছে গেছে। এখন আমাদের কর্তব্য হলো মানুষের দ্বারে দ্বারে দ্বীনি আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে। নচেৎ আরেকটি দল এসে আবারও ওয়াজ-মাহফিলের মঞ্চ বন্ধ করে দিবে।‌ তাই সকলকে ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে।

ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা নোমান শরীফের সভাপতিত্বে ও মাওলানা হারুনুর রশিদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা মোশারফ হোসেন, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গোফরান ভুইয়া, কুমিল্লা জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক প্রবাসী আরিফুল ইসলাম পরশ, মাওলানা আব্দুল ওহাব, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।
পরে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ছবির ক্যাপশন-
নাথেরপেটুয়ায় জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD