1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শহীদ জিয়ার অবদান এ জাতি কখনো ভুলবে না -লাকসামে সফিকুর রহমান - Dainik Cumilla
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চার দপ্তরের দায়িত্ব এক কাঁধে, সেবায় অনন্য ইউএনও নু এমং মারমা মং বিজিবির বিশেষ অভিযানে পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ, ২ জন আটক সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে দেবীদ্বারে মানববন্ধন বাগমারা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাকগণের সাথে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে ইয়াবা সহ মাদক কারবারি বুস্টার সোলেমান আটক কুমিল্লায় ৫৬ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন কুমিল্লায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী দাউদকান্দির গণমাধ্যম কর্মীদের স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচনের জন্যই ১৭ বছর লড়াই করেছেন তারেক রহমান: ব্যারিস্টার মামুন

শহীদ জিয়ার অবদান এ জাতি কখনো ভুলবে না -লাকসামে সফিকুর রহমান

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের আউশপাড়া, কাঁঠালিয়া, নাগঝাটিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন বাজী রেখে যুদ্ধ করেছিলেন। তাঁর অবদান এ জাতি কখনো ভুলবে না। তাঁরই হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
তিনি বলেন, বিএনপিকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে। অনেকে তারেক রহমানের নাম বিক্রি করে নিজেরা অপকর্ম করছেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান তারুণ্যের অহংকার, একজন স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি কোন অন্যায়কে প্রশ্রয় দেন না।
যারা তাঁর নাম বিক্রি করে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, নমিনেশনের বিষয়ে অপপ্রচার করছেন, তারা ঠিক করছেন না। তাদের বিষয়ে সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
সফিকুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতি আজ দুই ভাগে বিভক্ত। একদিকে রয়েছে ত্যাগীদের কাফেলা, আরেকটি হলো- দুর্নীতিবাজ ও লুটেরা চক্রের অনুসারী। কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপি’র কান্ডারী সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম আনোয়ারুল আজিম একজন স্বচ্ছ রাজনীতিবিদ। আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। লাকসাম-মনোহরগঞ্জের মাটি আনোয়ারুল আজিমের ঘাঁটি। তাঁর নেতৃত্বে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপি এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, সাবেক মন্ত্রী চুঙ্গা তাজু ও তার শ্যালক মহব্বত আলী, ভাতিজা আমির আলীসহ তার সাঙ্গপাঙ্গরা লাকসাম-মনোহরগঞ্জের মানুষকে জিম্মি করে রেখেছিল। মানুষের জায়গা সম্পত্তি দখল করে নিয়েছিল। আর আমাদের একজন ভাই তাকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন। তিনি বিগত দিনে তাজুর কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসা-বাণিজ্য করেছেন। এখন তাকে রক্ষা করার জন্য তিনি রাজনীতি করেন।
উল্লেখ্য, সাবেক এমপি কর্নেল অব. এম. আনোয়ারুল আজিম অনুষ্ঠানের প্রধান হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, গুম হওয়া বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম হিরূর ছেলে রাফসানুল ইসলাম ও হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল, বিএনপি নেতা মাস্টার মোস্তফা কামাল, মনিরুজ্জামান মনির, জসিম উদ্দিন, বিশ্ব তম সাহা বিশু, শওকত আলম সেলিম, জাহিদুল ইসলাম জাহিদসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD