1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ভিক্টোরিয়াতে বাঁধনের এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

ভিক্টোরিয়াতে বাঁধনের এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি।।

“রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে বাঁধন।” এই শ্লোগানকে সামনে রেখে বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) ১৯৯৭ সালের ২৪শে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে ৫৪টি জেলায়, ৮২ টি শিক্ষা প্রতিষ্ঠান, ১২টি জোন, ১৪১ টি ইউনিট এবং ৬টি পরিবারে সারাদেশে বাঁধন এর কার্যক্রম বিস্তৃতি লাভ করে।

বৃহস্পতিবার ২৪ অক্টোবর বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর উচ্চমাধ্যমিক শাখায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও বাঁধনের প্রধান পৃষ্ঠপোষক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিট প্রফেসর মো: আবুল বাশার ভূঁঞা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বাঁধন এর প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ আব্দুল আজিজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং এর বিভাগীয় প্রধান প্রফেসর মো: মনিরুল ইসলাম, মার্কেটিং বিভাগ এর বিভাগীয় প্রধান এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট এর ইনচার্জমোহাম্মদ শিপন মিয়া, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিট বাঁধন এর উপদেষ্টা মোঃ মনির হোসেন, আজাদ হোসেন সোহেল, জোবায়দা ইয়াসমিন মুমু, মোহাম্মদ সোহেল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিট সভাপতি গাজী রাসেল হোসাইন।

সঞ্চালনায় ছিলেন বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিট এর সাধারণ সম্পাদক ইমন হোসাইন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD