1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সাবেক রাষ্ট্রপতির বাড়িতে তালা, ৯দিনেও চাবি ফেরত দিচ্ছেনা। - Dainik Cumilla
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

কুমিল্লায় সাবেক রাষ্ট্রপতির বাড়িতে তালা, ৯দিনেও চাবি ফেরত দিচ্ছেনা।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে স্থানীয় বিএনপির অতিউৎসাহীরা সাবেক রাষ্ট্রপতি মরহুম খন্দকার মোশতাক আহমাদের বাড়ির সংস্কার কাজ বন্ধ করে তালা লাগিয়ে দিয়েছেন। ৯দিনেও ঘরের চাবি ফিরিয়ে না দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক ওই রাষ্ট্রপতির পুত্র খন্দকার ইশতিয়াক আহমাদ। তিনি বিষয়টি বিএনপির কেন্দ্রিয় ও স্থানীয় নেতাদের অবগত করে সহযোগিতা চেয়েছেন।

এবিষয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয়ে অবস্থানরত খন্দকার ইশতিয়াক আহমাদ মুঠোফোনে জানান, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী দু:শাসনের অবসান ঘটে। তেমনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট খন্দকার মোশতাক আহমাদের নেতৃত্বে আওয়ামী দু:শাসন থেকে দেশের মানুষ মুক্ত হয়েছিল। গত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কুমিল্লার দাউদকান্দিতে সাবেক রাষ্ট্রপতি মরহুম খন্দকার মোশতাক আহমাদের বাড়িটি নিয়ে নানা রকম ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বাড়ির গেইটের তালা লাগানোর সাহস করেনি। অথচ আওয়ামী লীগের আশ্রয়ে প্রশয়ে থাকা আমার কয়েকজন আত্মীয় দাউদকান্দি বিএনপির কিছু নেতাদের ব্যবহার করে বাড়ির সংস্কারকাজ বন্ধ করে গেইটে বেআইনিভাবে তালা দিয়েছে। এটি নিন্দনীয় ও অন্যায়। আমি বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য দাউদকান্দির অভিভাবক শ্রদ্ধেয় ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন সহ সিনিয়র নেতাদের জানিয়ে এব্যাপারে সহযোগিতা চেয়েছি। কিন্তু যারা বাড়িতে তালা ঝুলিয়ে চাবি নিয়ে গেছে তা এখনও ফেরত দিচ্ছে না। আমার প্রশ্ন,সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমাদের বাড়ির গেইটে তালা দিয়েছে কোন কারণে?

এবিষয়ে দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক আবদুল লতিফ বলেন, ‘দশপাড়া গ্রামে পীর সাহেবের বাড়ির সীমানা দেয়াল ভেঙ্গে ফেলার ঘটনাটি মীমাংসা করে আমরা যখন চলে আসছিলাম তখন আমাদের মধ্যে কেউ অতি উৎসাহী হয়ে সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক সাহেবের বাড়ির গেইটে তালা লাগিয়ে চাবি ওনাদের প্রতিপক্ষের লোকের হাতে দিয়ে এসেছে। এটি সঠিক হয়নি বলে আমি মনে করি।’

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘দশপাড়া গ্রামে দাউদকান্দি বিএনপির কিছু নেতা সেখানকার আরেক নেতার শ্বশুরবাড়ির দেয়াল ভাঙ্গার বিষয় মীমাংসা করতে গিয়েছেন। কিন্তু এখন শুনতেছি যারা গেছে তারা নাকি সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক সাহেবের বাড়িতে তালা দিয়েছে। এটাতো তারা করতে পারেন না। সম্পত্তি নিয়ে মামলা থাকলে সেটা আদালত দেখবে। সেখানকার স্থানীয় নেতারা অতি উৎসাহী হয়ে বেআইনি কাজ করবে কেন? আমি দাউদকান্দি বিএনপির আহবায়কের সঙ্গে এ ব্যাপারে কথা বলবো।’

এদিকে দশপাড়া গ্রামের লোকজন জানান, গত ১৬ বছর ধরে সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমাদের পরিবারের প্রতিপক্ষ হয়ে ওঠা তার কয়েকজন আত্মীয় আওয়ামী লীগের ছত্রছায়ায় হামলা-মামলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে আওয়ামী চরিত্রের ভূমিকা রেখেছে। গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর কয়েকদিন না যেতেই খন্দকার মোশতাক পরিবারের প্রতিপক্ষ খন্দকার নাসিরুল কবীর ও তার সহযোগীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপি নেতা কিংবা দলটির নাম ব্যবহার শুরু করেছেন। বিশেষ করে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে তালা লাগানোর ঘটনা ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD