মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও জাতীয়তাবাদী দল বিএনপির বুড়িচং উপজেলার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়৷ শনিবার(১৭ আগষ্ট) দুপুরে কুমিল্লার একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুস, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ভূইয়া, দপ্তর সম্পাদক সজিব ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ঈমান হোসেন প্রমূখ। বিএনপির নেতা মিজানুর রহমান ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও বলেন, সাংবাদিক হল জাতির আয়না। আমরা আপনাদের মাধ্যমে অজানা অনেক কিছু জানতে ও দেখতে পারি। আপনাদের চোখ দিয়ে আমরা উন্নত বাংলাদেশ দেখতে চাই৷ তাই জাতির বিবেকের কাছে একটাই চাওয়া তা হল সত্য সংবাদ প্রচার করা৷