1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মাঠে সরব প্রশাসন, ব্রাহ্মণপাড়ায় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য - Dainik Cumilla
রবিবার, ০৪ মে ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে এমন কারও জন্ম হয়নি কায়কোবাদের বিপক্ষে নির্বাচন করবে : সাইবার ইউজার দল বটতলী শামছুল উলূম দাখিল মাদ্রাসা’র নব গঠিত কমিটির পরিচিতি সভা জুলাই গণঅভ্যুত্থানে আহত তানজিদের পাশে যুবদল ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণপাড়ার ফরহাদ তারেক রহমান এ জাতির সূর্যসন্তান -লাকসামে কর্ণেল আজিম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় মুক্ত আলোচনা বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা কুমিল্লায় থানার ছাদের পলেস্তারা ধসে পড়ে এক পুলিশ সদস্য আহত নাঙ্গলকোটে গোপনে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ কুমিল্লায় অনেক বড় প্রকল্প আটকে আছে, এগুলোর উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যবের একগুচ্ছ নির্দেশনা

মাঠে সরব প্রশাসন, ব্রাহ্মণপাড়ায় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৮৫ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপ বদলে দাঁড়ায় এক দফার আন্দোলনে। এতে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের খবরে সারাদেশে সহিংস ঘটনা ঘটতে থাকে। যার ফলে সারাদেশে আইনশৃংখলা পরিস্থতির অবনতি ঘটে। এতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় জনজীবনে নেমে আসে স্থবিরতা। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে সারাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে।
এরই ধারাবাহিকতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে সরব থাকায় উপজেলার সাধারণ মানুষের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। নিয়মানুযায়ী চলছে সরকারি বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা বন্ধ ও আন্দোলনের শেষে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়ায় উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা। নির্ভয়ে যে যার কাজে বের হচ্ছেন সাধারণ মানুষ। নিয়মানুযায়ী চলছে সরকারি বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান। দোকানপাটে বেড়েছে ক্রেতার সংখ্যা। স্কুল ও কলেজ ব্যাগ কাঁধে শিক্ষার্থীরা ছুটছেন শিক্ষাপ্রতিষ্ঠানে। সরবরাহ বাড়ায় কাঁচাবাজারে ফিরছে স্বস্তি। দলীয় বিশৃঙ্খলা না থাকায় নেই রাজনৈতিক অস্থিরতাও।

স্থানীয় বাসিন্দা মো. নাজমুল হাসান বলেন, সরকার পতনের পর পর সারাদেশের মতো ব্রাহ্মণপাড়ার পরিবেশেও একধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, সরকার পতনের পর সারাদেশে আইনশৃংখলা পরিস্থতির অবনতি ঘটে। এতে সাধারণ মানুষ এক ভীতিকর পরিস্থিতি পড়ে। তবে বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা এ উপজেলায় অবস্থান নিলে ও স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করায় উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্যে চলাফেরার ভরসা ফিরে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, সারাদেশের বিভিন্ন এলাকার ন্যায় ব্রাহ্মণপাড়ায় তেমন কোনো উল্লেখযোগ্য সহিংসতার ঘটনা ঘটেনি। তবু সারাদেশের সহিংসতার ঘটনার খবরে সাধারণ মানুষের মধ্যে একধরনের শঙ্কার সৃষ্টি হয়েছিল। তবে গত কয়েকদিনে আমরা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। সবাই এখন যার যার কাজে যোগ দিয়েছেন। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD