1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা - Dainik Cumilla
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্রাহ্মণপাড়া কৃতি সন্তান এডভোকেট নূরুল হুদা কুসিক কাজ না করেই ঠিকাদারের বিল উত্তোলন, দুদকের অভিযান নাঙ্গলকোটে শিবিরের পক্ষ থেকে ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন উপহার কুমিল্লায় দশ বছর ধরে আওয়ামী প্রভাবে বহাল তবিয়েতে গবেষণা কর্মকর্তা ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া প্রয়োজন- সৈয়দ তাহের লাকসামে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল কুমিল্লার ধর্মসাগর থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার কুমিল্লার চান্দিনায় পুরুষকে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড

ব্রাহ্মণপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিতঃ রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২০১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

ব্রাহ্মণপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে রিয়া আক্তার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার ( ৪ আগস্ট ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ-পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রিয়া আক্তার ওই এলাকার সিঙ্গাপুর প্রবাসী রিমন মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গাজীপুর এলাকার মো. মাসুদ ভূইয়ার একমাত্র মেয়ে রিয়া আক্তারের সঙ্গে উপজেলার সাহেবাবাদ দক্ষিণ-পূর্ব পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে রিমন মিয়ার গত তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। এই দম্পতির সাদমান নামে ১১ মাস বয়েসী একটি ছেলে রয়েছে। ঘটনার দিন রোববার দুপুরে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয় রিয়ার। পরে প্রবাসী স্বামী রিমন মিয়া আবারও কয়েকবার কল দিয়েও রিয়ার সাড়া না পেয়ে ঘরের অন্য সদস্যদের কল দেন। এ সময় ঘরের অন্য সদস্যরা রিয়ার শোবার ঘরের দরজাজানালা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যপারে নিহতের স্বামী রিমন মিয়ার চাচা সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, পারিবারিকভাবে কোন অশান্তির কথা শুনিনি। আত্মহত্যার কিছুসময় আগেও রিয়া তার স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলেছে। কেন সে এভাবে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। এ ব্যাপারে নিহতের মা নাজমা বেগম বলেন, আমার মেয়ে রিয়া আমাদের ফোন করে বলেছে তাড়াতাড়ি তার শ্বশুর বাড়ি আসতে। আমরা রওনা হতে ২০ থেকে ২৫ মিনিট সময় লেগেছে। এরইমধ্যে মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে রিয়া আত্মহত্যা করেছে। আমার মেয়ে এর আগে অনেকবার বলেছে স্বামীর সংসারে সে সুখে নেই। আমরা তাকে সান্ত্বনা দিতাম। এখন আর আমরা কাকে সান্ত্বনা দেব ? এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক এসআই রবিউল আওয়াল তালুকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থা থেকে উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD