মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তৈয়ব অপি।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস মিয়া মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা প্রমুখ।
সভায় বক্তারা, দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জনগণের জানমাল রক্ষার্থে উপজেলার কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
উক্ত সভায় ব্রাহ্মণপাড়া আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন স্থানের চুরি ডাকাতিসহ সব ধরনের অপরাধ নিয়ে আলোচনা হয়েছে।