1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কোটা প্রথা নামে কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না; ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর এমপি - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

কোটা প্রথা নামে কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না; ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর এমপি

  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১১১ বার পঠিত

 

শামীম রায়হান॥

কোটা প্রথা নামে কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না কোটা প্রথার নামে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তা কোন অবস্থায় বরদাস্ত করা হবে না।

শুক্রবার (১২ই জুলাই) বিকালে কদমতলীতে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর (কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য) এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ শক্তিশালী করতে হলে তৃণমূল নেতা কর্মীদের দিকে দৃষ্টি রাখতে হবে। দাউদকান্দি এবং তিতাস কে মডেল উপজেলা গড়তে নেতা কর্মকর্মীদের সহযোগিতা কামনা করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্র্যাডভোকেট আহসান হাবিব চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আবদুল মান্নান জয়, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ্ মোহাম্মদ টুটুল ,সাংগঠনিক সম্পাদক বাবু বাসুদেব ঘোষ, সাংস্কৃতিক সম্পাদিকা মোসাঃ পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি সালাউদ্দিন রিপন, বিল্লালুর রশিদ দোলন, মোঃ শাহজালাল ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জি.এস সুমন সরকার।

এছাড়াও বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD