1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দায়িত্ব গ্রহণ করতে ঘোড়ায় চড়ে এলেন ব্রাহ্মণপাড়ার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান - Dainik Cumilla
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসিতে কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ৮৪৪ জনের ফল পরিবর্তন একটি সুখী সমৃদ্ধ সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গঠনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিকল্প নেই : জাহাঙ্গীর আলম জাবির কুমিল্লা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লাকসাম প্রেসক্লাবের মানববন্ধন চার দপ্তরের দায়িত্ব এক কাঁধে, সেবায় অনন্য ইউএনও নু এমং মারমা মং বিজিবির বিশেষ অভিযানে পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ, ২ জন আটক সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে দেবীদ্বারে মানববন্ধন বাগমারা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাকগণের সাথে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে ইয়াবা সহ মাদক কারবারি বুস্টার সোলেমান আটক কুমিল্লায় ৫৬ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার

দায়িত্ব গ্রহণ করতে ঘোড়ায় চড়ে এলেন ব্রাহ্মণপাড়ার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৬২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর ১৩ জুন ( বৃহস্পতিবার ) সকালে ঘোড়ায় চড়ে এসে উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত চেয়ারম্যান আবু তৈয়ব অপি।
এছাড়াও দায়িত্ব গ্রহণ করেছেন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি।

এ সময় তাদেরকে ফুলেল শুভেচছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম ও সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া ) আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের। এছাড়াও এ সময় ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ আট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের আগে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

জানা গেছে, গত ২৯ মে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই প্রতিদ্বন্দ্বিতায় তিনি বিপুল ভোটে বিজয়ী হন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৪৩ হাজার ৬৫৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৩১ হাজার ৪৭০ ভোট পেয়েছেন।

দায়িত্বভার গ্রহণ শেষে উপজেলাবাসীর উদ্দেশ্যে নবনির্বাচিত চেয়ারম্যান আবু তৈয়ব অপি বলেন, এই উপজেলা পরিষদ আপনাদের সকলের। আপনাদের সহযোগিতায় আমি এই উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। আমি আপনাদের সেবক হিসেবে আপনাদের পাশে সুখেদুখে থাকতে চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD