1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সমাজ বিনির্মাণে স্কাউট আন্দোলনের বিকল্প নেই - Dainik Cumilla
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের গ্রাম প্রতিনিধি সমাবেশ কুমিল্লায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিল আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র: ডক্টর মোবারক হোসাইন কুমিল্লায় ব্যবসায়ী থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

সমাজ বিনির্মাণে স্কাউট আন্দোলনের বিকল্প নেই

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৮৯ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি।।

কুমিল্লায় ১১ জেলার শতাধিক রোভারদের নিয়ে এস আর এম ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ অনুষ্ঠান হয়েছে।
‘স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন’- এই স্লোগানে অনুষ্ঠিত হল চট্রগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি ডিগ্রি কলেজের পরিক্ষা ভবনের মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী পর্বে ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান স্কাউটস ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এনামুল হক খান।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক মো. মাইনুদ্দিন খন্দকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উপ-পরিচালক এ এইচ এম মহসিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্রগ্রাম বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি প্রফেসর মো. ফজলুর কাদের চৌধুরী, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) ড.মিজানুর রহমার শেলী, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) মুহা. আসাফ-উদ-দৌলা,পিআরএস ও এ.এলটি,বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. হেদায়াতুল ইসলাম সিএলটি।

এছাড়াও এ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা রোভারের সহকারী কমিশনার ও ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মো মোস্তাক আহমেদ,জেলা রোভার স্কাউট লিডার দিদারুল হক রিমন,পিআরএস, জেলা রোভার প্রতিনিধি রোভার তুহিন মিয়া।

চট্রগ্রাম বিভাগের এগারটি জেলার শতাধিক রোভারের অংশগ্রহণে অনুষ্ঠিত ওয়ার্কশপ রোভাররা স্কাউটিং বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় ।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় দিনব্যাপী রোভাররা প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জনের নানা কৌশল তুলে ধরা হয়। এ সময় অতিথিরা বলেন, মানবজীবনের একমাত্র ব্রত হলো-সেবা। সেবাই ধর্ম। সমাজ বিনির্মাণে স্কাউট আন্দোলনের বিকল্প নেই। স্কাউটরা প্রকৃতির প্রতি দায়বদ্ধতার জায়গা, পরিবার, সমাজ, দেশ জাতি তথা বিশ্বজনীন কল্যাণমুখিতার শুভ বার্তা ছড়িয়ে দিতে নিরন্তর চেষ্টা চালিয়ে থাকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD