1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৮ বছর পূর্তি - Dainik Cumilla
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চার দপ্তরের দায়িত্ব এক কাঁধে, সেবায় অনন্য ইউএনও নু এমং মারমা মং বিজিবির বিশেষ অভিযানে পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ, ২ জন আটক সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে দেবীদ্বারে মানববন্ধন বাগমারা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাকগণের সাথে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে ইয়াবা সহ মাদক কারবারি বুস্টার সোলেমান আটক কুমিল্লায় ৫৬ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন কুমিল্লায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী দাউদকান্দির গণমাধ্যম কর্মীদের স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচনের জন্যই ১৭ বছর লড়াই করেছেন তারেক রহমান: ব্যারিস্টার মামুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৮ বছর পূর্তি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৬১৯ বার পঠিত

 

মানছুর আলম অন্তর, কুবি প্রতিনিধি:

লালমাই পাহাড়ের উঁচু নিচু টিলা আর পাহাড়ের কোলে অবস্থিত লালমাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দেশের মধ্য পূর্বাঞ্চলের এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠটি ইতিহাস ঐতিহ্যের নগরী কোটবাড়িতে অবস্থিত। সময় এগিয়েছে, বিশ্ববিদ্যালয়ও তার আপন গতিতে এগিয়েছে। দেখতে দেখতে বিশ্ববিদ্যালয়টি ১৮ বছর পূর্ণ করে ও ১৯ বছরে পদার্পণ করেছে।

বিহার-মহাবিহারের পরিক্রমায় নবীন বিশ্ববিদ্যালয়টি ২০০৭ সালের ২৮ মে ৩০০ শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে। শুরুতে ৭টি বিভাগ থাকলেও বর্তমানে ১৯ টি বিভাগে মোট শিক্ষার্থী রয়েছে ৭ হাজার ১ শত ৪১ জন এবং শিক্ষক রয়েছে ২৬৫ জন। শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে ৩০৮ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য রয়েছে পাঁচটি আবাসিক হল এবং দুইটি ডরমিটরি রয়েছে শিক্ষকদের জন্য।

শালবন বিহার ও ময়নামতি জাদুঘর সংলগ্ন পাহাড়ি ও সমতলভূমির উপর ৫০ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠা হলেও বর্তমানে ক্যাম্পাসের আয়তন ২ শত ৪৪ দশমিক ১৯ একর।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১ হাজার ৬ শত ৫৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ক্যাম্পাস নির্মানের কাজ। সেখানে ৩৬ টি বহুতল বিশিষ্ট ভবনের পাশাপাশি আধুনিক খেলার মাঠ, জিমনেসিয়াম ও মেডিকেল ভবন নির্মাণের কাজ চলমান।

শিক্ষা কার্যক্রম: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬ টি অনুষদের অধীনে ১৯ টি বিভাগে ব্যাচেলর অব অনার্স, ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স ডিগ্রি চালু রয়েছে। এছাড়া এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালুর কার্যক্রম চলছে। নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি উইকেন্ড প্রোগ্রাম চালু ইংরেজি বিভাগ, ব্যবসা শিক্ষা অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অনুষদে।

স্বেচ্ছাসেবী সংগঠন: পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা বাড়িয়ে নিতে রয়েছে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, প্রতিবর্তন, গ্রাফিতি ভিত্তিক সংগঠন বৃত্ত, অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র, ব্যান্ড প্ল্যাটফর্ম, ডিবেটিং সোসাইটি, সায়েন্স ক্লাব, প্রকৃতিবিষয়ক সংগঠন অভয়ারণ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি, স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বন্ধু, উদীচী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতি সংস্থা, বিএনসিসি, রোভার স্কাউট, ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

কুমিল্লা ও দেশের আর্থ সামাজিক উন্নয়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা ও দেশের আর্থসামাজিক উন্নয়নে নিয়মিতই অবদান রেখে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কুমিল্লায় অবস্থিত দেশের প্রথম রোবটিক্স স্কুল প্রতিষ্ঠিত হয় কুবি শিক্ষার্থীদের হাত ধরে। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও নানা গবেষণার মাধ্যমে অবদান রেখে যাচ্ছে। বর্তমানে সরকারি চাকরি ও বহুজাতিক কোম্পানিতে চাকরিসহ বিদেশ যাত্রার হারও বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য ভাবে।

এবিষয়ে কুবি প্রো-ভিসি ও ইতিহাসবিদ অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, প্রাচীন পাল আমল থেকেই কুমিল্লা হল শিক্ষা নগরী। শালবন বিহার ছাড়াও এখানে রয়েছে ৫২ টি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। যা ঐতিহাসিক ভাবে দক্ষিণ এশিয়ায় শিক্ষা ক্ষেত্রে কুমিল্লার সমৃদ্ধ ইতিহাসকেই নির্দেশ করে। তারই আলোকে এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর লালমাইয়ের এই প্রান্তিক জনপদে নগরায়নের পাশাপাশি মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় গুচ্ছে আসার পর এই অঞ্চলের শিক্ষার্থীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। চাকরির বাজারেও আমাদের গ্রাজুয়েটরা দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশে সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। কিন্তু বর্তমানে যে অস্থিরতা তৈরি হয়েছে তা দুঃখজনক। বিশ্ববিদ্যালয় দিবসে আমার প্রত্যাশা আমরা যেন নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা কে ভুলে গিয়ে শিক্ষার্থীদের কথা কথা বিবেচনায় নিয়ে ঐক্যবদ্ধ থাকি এবং শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে পারি।

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রশাসনের পক্ষ থেকে আজ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা না হলেও শিক্ষক সমিতির ব্যানারে সীমিত পর্যায়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD