মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ মহালক্ষীপাড়া সিনিয়র আলীম মাদ্রাসায় দাখিল এবং আলীম পরিক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷ রবিবার ১১(ফেব্রুয়ারি) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে অধ্যক্ষ মোঃ ছাদেকুল ইসলামের এর সার্বিকপরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক৷ মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন লন্ডন প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম মৃধা,সমাজসেবক হাজী মোঃ সুলতান আহাম্মদ সেক্রেটারি, ইউপি সদস্য মোঃ বসির আহাম্মদ সরকার, ইউপি সদস্য ডা.মোঃ সোহেল ভূইয়া, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য সাবেক ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম বকসি, মুক্তিযোদ্ধা আঃ ছাক্তার মোল্লা, সাবেক ইউপি সদস্য সমাজসেবক মোঃ শাহজাহান, সমাজসেবক আবুল কাশেম, সমাজসেবক মোঃ বিল্লাল হোসেন সরকার৷ অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী৷ পরে কৃতিশিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷ এসময় মাদ্রাসার শিক্ষক, প্রভাষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন৷